কাপুরুষ তুই কাপুরুষ
কাপুরুষ! তুই কাপুরুষ!
চোখের সামনে ভাই খুন হয়!
পিতা ভাসেন অশ্রু ধারায়!
মায়ের আহাজারি দেখেও
নীরবে বসে যে পুরুষ,
কাপুরুষ সে কাপুরুষ!
চারিদিকে আজ শুধু অবিচার,
আতঙ্কে কাটে প্রতিটি প্রহর!
ধর্ষিতা হয় আদরের বোন,
বিচার নিয়ে চলে প্রহসন!
কলিজা লোটে বুকটা চিরে,
অনাচার কত সইবি ওরে?
প্রতিবাদ নেই প্রতিরোধ নেই
নিজেকে ভাবিস সুপুরুষ?
কাপুরুষ তুই কাপুরুষ!
নিরপরাধ নিষ্পাপ ছেলে
নির্যাতনের শিকার কি বলে?
অত্যাচারীর শোষণের অনলে
সমাজ জাতি রাষ্ট্র জ্বলে!
নিভৃতে আর সইবি কত?
ভয় ঝেড়ে ফ্যাল হ জাগ্রত!
বীরের মত হুংকার ছেড়ে,
প্রতিবাদে দে পৃথিবী নেড়ে!
মরতে তোকে হবে একদিন,
কি লাভ হবে মরে প্রতিদিন?
একবারই মর বীরের মতন
তবেই বলবো সুপুরুষ!
কাপুরুষ তুই কাপুরুষ!
চোখের সামনে ভাই খুন হয়!
পিতা ভাসেন অশ্রু ধারায়!
মায়ের আহাজারি দেখেও
নীরবে বসে যে পুরুষ,
কাপুরুষ সে কাপুরুষ!
চারিদিকে আজ শুধু অবিচার,
আতঙ্কে কাটে প্রতিটি প্রহর!
ধর্ষিতা হয় আদরের বোন,
বিচার নিয়ে চলে প্রহসন!
কলিজা লোটে বুকটা চিরে,
অনাচার কত সইবি ওরে?
প্রতিবাদ নেই প্রতিরোধ নেই
নিজেকে ভাবিস সুপুরুষ?
কাপুরুষ তুই কাপুরুষ!
নিরপরাধ নিষ্পাপ ছেলে
নির্যাতনের শিকার কি বলে?
অত্যাচারীর শোষণের অনলে
সমাজ জাতি রাষ্ট্র জ্বলে!
নিভৃতে আর সইবি কত?
ভয় ঝেড়ে ফ্যাল হ জাগ্রত!
বীরের মত হুংকার ছেড়ে,
প্রতিবাদে দে পৃথিবী নেড়ে!
মরতে তোকে হবে একদিন,
কি লাভ হবে মরে প্রতিদিন?
একবারই মর বীরের মতন
তবেই বলবো সুপুরুষ!
কাপুরুষ তুই কাপুরুষ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১০/১০/২০১৯অনেক সুন্দর!!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১০/২০১৯দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১০/২০১৯কাপুরুষ চারিদিকে!