যুগে যুগে জোড়ায়
যুগে যুগে জোড়ায় জোড়ায় ঘর বেঁধে ভালোবেসে,
এঁকে অন্যের দুঃখে কাঁদে, সুখের বেলায় হাসে।
কোন সুদুরের কোন অজানা, হঠাতই হয় চিরচেনা,
অনন্তকাল একত্রে বাস, অফুরান সে লেনাদেনা।
যুগে যুগে জোড়ায় জোড়ায় মধুর সুখের ছোঁয়া,
পরকে পরিপূরক ভেবে, আপন করে নেওয়া।
দুজনার এক চাওয়া পাওয়া, দুঃখ ভুলে আপন হওয়া,
মুখ বুজে সব কষ্ট সওয়া, আবার জীবন বিলিয়ে দেওয়া।
যুগে যুগে জোড়ায় জোড়ায় পরিপূর্ণ ধরা,
এ বিশ্বময় প্রাণীকুলের এইতো জীবন ধারা।
মহান স্রষ্টার সৃষ্ট প্রাণে, আনন্দ বাসনার ক্ষণে,
ভালোবেসে খুব যতনে, অন্তরে বা দেহের টানে।
যুগে যুগে জোড়ায় স্বপ্ন করে লালন,
প্রকৃতির সৃষ্ট নিয়ম এইতো প্রাণীর জীবন।
একলা যাওয়া একলা আসা, দুইয়ে মিলে ভালোবাসা,
তাতেই পরিপূর্ণ আশা, প্রাণের সাথে প্রাণের মেশা।
যুগে যুগে জোড়ায় জোড়ায় রেখেছে এই ধারা বজায়,
সৃষ্টিকারী স্রষ্টা বাদে, কে আছে আজ একলা কোথায়?
এমনি ধারা যুগে যুগে, একের সাথে অন্যে লেগে,
সকল প্রাণের আত্মত্যাগে, সকল প্রাণী থাকবে জেগে।
এঁকে অন্যের দুঃখে কাঁদে, সুখের বেলায় হাসে।
কোন সুদুরের কোন অজানা, হঠাতই হয় চিরচেনা,
অনন্তকাল একত্রে বাস, অফুরান সে লেনাদেনা।
যুগে যুগে জোড়ায় জোড়ায় মধুর সুখের ছোঁয়া,
পরকে পরিপূরক ভেবে, আপন করে নেওয়া।
দুজনার এক চাওয়া পাওয়া, দুঃখ ভুলে আপন হওয়া,
মুখ বুজে সব কষ্ট সওয়া, আবার জীবন বিলিয়ে দেওয়া।
যুগে যুগে জোড়ায় জোড়ায় পরিপূর্ণ ধরা,
এ বিশ্বময় প্রাণীকুলের এইতো জীবন ধারা।
মহান স্রষ্টার সৃষ্ট প্রাণে, আনন্দ বাসনার ক্ষণে,
ভালোবেসে খুব যতনে, অন্তরে বা দেহের টানে।
যুগে যুগে জোড়ায় স্বপ্ন করে লালন,
প্রকৃতির সৃষ্ট নিয়ম এইতো প্রাণীর জীবন।
একলা যাওয়া একলা আসা, দুইয়ে মিলে ভালোবাসা,
তাতেই পরিপূর্ণ আশা, প্রাণের সাথে প্রাণের মেশা।
যুগে যুগে জোড়ায় জোড়ায় রেখেছে এই ধারা বজায়,
সৃষ্টিকারী স্রষ্টা বাদে, কে আছে আজ একলা কোথায়?
এমনি ধারা যুগে যুগে, একের সাথে অন্যে লেগে,
সকল প্রাণের আত্মত্যাগে, সকল প্রাণী থাকবে জেগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১১/০৪/২০১৯ভালোই লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০১৯বেশ!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০৪/২০১৯বেশ ভাল। শুভেচ্ছা অবিরাম।