যুদ্ধ নয় শব্দ দূষণ
পাশের ঘরে যুদ্ধ চলছে
আসছে শব্দ কানে,
উঠল ঝড়ের ক্ষিপ্র গতি
বদ্ধ ঘরের কোনে।
জানলা দরজা বন্ধ করে
চলছে ব্যপক বেগে,
উত্তেজিত আমিও সেই
আওয়াজ কানে লেগে।
যুদ্ধ নয়গো যুদ্ধ নয়গো
এতো শব্দ দূষণ,
ভুলেই গেছে ভাবী যেন
লজ্জা নারীর ভূষণ।
প্রথম রাতেই দুজন মিলে
করল শুরু এমন,
মধ্য রাতে রুমটা ছেড়ে
কোথায় যাবো এখন?
বলতে গিয়ে ভাইয়ের কাছে
খেলাম মহা ঝাড়ি,
বলল রাতে তুই ঘুমোবি
মেঝ মামার বাড়ী।
আসছে শব্দ কানে,
উঠল ঝড়ের ক্ষিপ্র গতি
বদ্ধ ঘরের কোনে।
জানলা দরজা বন্ধ করে
চলছে ব্যপক বেগে,
উত্তেজিত আমিও সেই
আওয়াজ কানে লেগে।
যুদ্ধ নয়গো যুদ্ধ নয়গো
এতো শব্দ দূষণ,
ভুলেই গেছে ভাবী যেন
লজ্জা নারীর ভূষণ।
প্রথম রাতেই দুজন মিলে
করল শুরু এমন,
মধ্য রাতে রুমটা ছেড়ে
কোথায় যাবো এখন?
বলতে গিয়ে ভাইয়ের কাছে
খেলাম মহা ঝাড়ি,
বলল রাতে তুই ঘুমোবি
মেঝ মামার বাড়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জুলফিকার আলী ০১/১১/২০১৮অনেক সুন্দর ছন্দ মাখা কবিতা। পাঠ করে মুগ্ধ হলাম।ভাল লাগলো কবিবর। ভাল থাকুন সব সময়।
-
শামিম ইশতিয়াক ৩১/১০/২০১৮সুন্দ্র
-
শামিম ইশতিয়াক ৩১/১০/২০১৮অসাধারণ
-
অরন্য রানা ৩১/১০/২০১৮হাহাহা বাবু ভাই অসাধারন অভিজ্ঞতা ,সাথে লেখা
-
এনামুল হক পাইলট ৩১/১০/২০১৮সুন্দর হয়েছে। তবে বানানগুলো একটু খেয়াল রাখবেন।
-
কালাম হাবিব১ ৩১/১০/২০১৮খুব সুন্দর!