জ্যোতিষ বাবা জেলে
চোখ দেখে বলে দেয় সকালে কি খেয়েছো,
হাত ধরে বুঝে নেয় কটা বিয়ে করেছো।
সরাসরি শনিতে ফেলেছে প্রভাব?
বাবা হাত বুলালে রবেনা অভাব।
ছেলে নাকি মেয়ে হবে কার ঘরে কবে?
পাথরটা নিলে সব সমাধান পাবে।
যাদুর এই আংটি তো সুখের প্যকেজ,
প্রাণঘাতী শত্রুও হবেই ম্যানেজ।
আরো আছে ব্রেসলেট করলে ধারণ,
সব কিছু পেয়ে যাবে যা চাও যখন।
যদি কেউ থেকে থাকে সন্তানহীন,
এক রাতে মা হবেন রত্নটা নিন।
প্রেম করে ছ্যাকা খেয়ে যায় যায় প্রাণ?
এসো বাবা বেঁধে দিবে প্রেয়সীর মন।
ধৈর্য ধারণ করো পেয়ে যাবে ফল,
এই কালে না পেলেও পাবে পরকাল।
ভূতভবিষ্যৎ জানেন এই বাবা
মনে প্রাণে করে যান ভক্ত সেবা।
জানাই ছিলনা তাঁর পুলিশ আসবে,
টেনে হিচড়ে নিয়ে জেলে পুরবে।
হাত ধরে বুঝে নেয় কটা বিয়ে করেছো।
সরাসরি শনিতে ফেলেছে প্রভাব?
বাবা হাত বুলালে রবেনা অভাব।
ছেলে নাকি মেয়ে হবে কার ঘরে কবে?
পাথরটা নিলে সব সমাধান পাবে।
যাদুর এই আংটি তো সুখের প্যকেজ,
প্রাণঘাতী শত্রুও হবেই ম্যানেজ।
আরো আছে ব্রেসলেট করলে ধারণ,
সব কিছু পেয়ে যাবে যা চাও যখন।
যদি কেউ থেকে থাকে সন্তানহীন,
এক রাতে মা হবেন রত্নটা নিন।
প্রেম করে ছ্যাকা খেয়ে যায় যায় প্রাণ?
এসো বাবা বেঁধে দিবে প্রেয়সীর মন।
ধৈর্য ধারণ করো পেয়ে যাবে ফল,
এই কালে না পেলেও পাবে পরকাল।
ভূতভবিষ্যৎ জানেন এই বাবা
মনে প্রাণে করে যান ভক্ত সেবা।
জানাই ছিলনা তাঁর পুলিশ আসবে,
টেনে হিচড়ে নিয়ে জেলে পুরবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৪/০৪/২০১৯ভালো
-
পরিতোষ ভৌমিক ২ ২৫/০৩/২০১৯আরো কত আছে কান্ড
বাবা-কাকা-জেঠা ভন্ড,
খুনী ধর্ষক ঠগবাজ প্রতারক
সবগুলোকে এক্ষুনি জেলে ভরা আবশ্যক ।
.........বেশ ভাল লিখেছেন । -
সাইয়িদ রফিকুল হক ২৫/০৩/২০১৯ভালো।