জোর
খাঁটিয়ে গায়ের জোর, যাবে আর কতকাল
যোগ্যতা পাবে কবে মূল্য,
যদি থাকে পরিচয়, কতকিছু হয়ে যায়
প্রার্থনা হয় সমতুল্য।
লজ্জা টাকা দিয়ে, নিজ ঘরে কিনে নিয়ে
হতে চাও জগতের প্রেরণা,
তুমি চোখ মেললে, বিবেচনা করলে
শক্তির প্রয়োজন হতো না।
অনুরাগে ফুল ফোটে, রাতে চাঁদ জেগে ওঠে
হাওয়ারা তো ছুয়ে যায় শুন্য,
বিবেকের অনুনয়, বিনিময় কিছু নয়
ছোঁয়া দিয়ে করে তারে ধন্য।
দুর্বল কেঁদে যায়, সবলের জোর বয়
কারো দিন কাটে অভুক্ত,
টেনে যারে বেঁধে রাখি, উড়ে যায় সে পাখী
নীল আকাশে হতে চায় মুক্ত।
তবু সে গায়ের জোরে, নিজেরই উদর ভরে
ধরনীর পেট থাকে শুন্য,
পাপ হেসে বলে যায়, নরকে কিসের ভয়
স্বর্গের সুখ দেবে পুণ্য।
দেখিয়ে গায়ের জোর, হবে কি রাতের ভোর
হবে কি গো ব্যথী প্রাণ তৃপ্ত,
আবেগি দূরত্ব, জোরেরই রাজত্ব
মানবতা হয়েছে বিলুপ্ত।
তবুও আঁধার নামে, রাত্তিরে দেহ ঘামে
শুকিয়ে দিতে তারে আসে ভোর,
জোর করে প্রার্থনা, পেতে চায় মার্জনা
নয়তো দেখাবে সে গায়ের জোর।
করে সে নানান ছল, দেখাতে দেহের বল
দুর্বল প্রাণ থাকে জীর্ণ,
দুর্বল মনে হয়, শক্তির অভিনয়
তবুও দেখায় বল পূর্ণ।
যোগ্যতা পাবে কবে মূল্য,
যদি থাকে পরিচয়, কতকিছু হয়ে যায়
প্রার্থনা হয় সমতুল্য।
লজ্জা টাকা দিয়ে, নিজ ঘরে কিনে নিয়ে
হতে চাও জগতের প্রেরণা,
তুমি চোখ মেললে, বিবেচনা করলে
শক্তির প্রয়োজন হতো না।
অনুরাগে ফুল ফোটে, রাতে চাঁদ জেগে ওঠে
হাওয়ারা তো ছুয়ে যায় শুন্য,
বিবেকের অনুনয়, বিনিময় কিছু নয়
ছোঁয়া দিয়ে করে তারে ধন্য।
দুর্বল কেঁদে যায়, সবলের জোর বয়
কারো দিন কাটে অভুক্ত,
টেনে যারে বেঁধে রাখি, উড়ে যায় সে পাখী
নীল আকাশে হতে চায় মুক্ত।
তবু সে গায়ের জোরে, নিজেরই উদর ভরে
ধরনীর পেট থাকে শুন্য,
পাপ হেসে বলে যায়, নরকে কিসের ভয়
স্বর্গের সুখ দেবে পুণ্য।
দেখিয়ে গায়ের জোর, হবে কি রাতের ভোর
হবে কি গো ব্যথী প্রাণ তৃপ্ত,
আবেগি দূরত্ব, জোরেরই রাজত্ব
মানবতা হয়েছে বিলুপ্ত।
তবুও আঁধার নামে, রাত্তিরে দেহ ঘামে
শুকিয়ে দিতে তারে আসে ভোর,
জোর করে প্রার্থনা, পেতে চায় মার্জনা
নয়তো দেখাবে সে গায়ের জোর।
করে সে নানান ছল, দেখাতে দেহের বল
দুর্বল প্রাণ থাকে জীর্ণ,
দুর্বল মনে হয়, শক্তির অভিনয়
তবুও দেখায় বল পূর্ণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২২/০৪/২০১৮Good...