যন্ত্রণাময় আশা
শাঁস রোধে মরছি আমি
তোমার প্রেমের ফাঁদে,
তুমি সুখে গুনছ তারা
সঙ্গী নিয়ে ছাঁদে।
তুমি যেদিন অন্যের হাতে
ধরিয়ে দিলে ফুল,
জীবন নদী সেদিন থেকেই
হারিয়েছে দু কূল।
পার্কে যখন হাঁটলে তুমি
হাত রেখে তাঁর হাতে,
যন্ত্রণারা খেলল লুডু
তখন আমার সাথে।
তোমার চুলের গন্ধে মাতাল
হয়ে ওঠে বাতাস,
ঘন কালো মেঘে ঢাকে
আমার বিশাল আকাশ।
বলতে পারো তোমার পাশে
কেন আমি নই?
নয়তো একটা উপায় বল
কেমনে ব্যথা সই!
দিনরাত্রি জ্বালছে আমায়
প্রেমের কঠিন জ্বালা,
আর পারি না সইতে ওগো
তোমার অবহেলা।
ইচ্ছে করেই করছ এমন
আমার মনে হয়,
তাইতো আমার ব্যকুল হৃদয়
পথে চেয়ে রয়।
আশায় আছি কবে কখন
ভাঙবে তোমার ভুল,
ফিরে পাবে জীবন নদী
হারিয়ে যাওয়া কূল।
তোমার প্রেমের ফাঁদে,
তুমি সুখে গুনছ তারা
সঙ্গী নিয়ে ছাঁদে।
তুমি যেদিন অন্যের হাতে
ধরিয়ে দিলে ফুল,
জীবন নদী সেদিন থেকেই
হারিয়েছে দু কূল।
পার্কে যখন হাঁটলে তুমি
হাত রেখে তাঁর হাতে,
যন্ত্রণারা খেলল লুডু
তখন আমার সাথে।
তোমার চুলের গন্ধে মাতাল
হয়ে ওঠে বাতাস,
ঘন কালো মেঘে ঢাকে
আমার বিশাল আকাশ।
বলতে পারো তোমার পাশে
কেন আমি নই?
নয়তো একটা উপায় বল
কেমনে ব্যথা সই!
দিনরাত্রি জ্বালছে আমায়
প্রেমের কঠিন জ্বালা,
আর পারি না সইতে ওগো
তোমার অবহেলা।
ইচ্ছে করেই করছ এমন
আমার মনে হয়,
তাইতো আমার ব্যকুল হৃদয়
পথে চেয়ে রয়।
আশায় আছি কবে কখন
ভাঙবে তোমার ভুল,
ফিরে পাবে জীবন নদী
হারিয়ে যাওয়া কূল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ০১/০৫/২০১৮সুন্দর
-
পি পি আলী আকবর ০১/০৫/২০১৮দারুণ হয়েছে