জনম জনমের বন্ধন
জনম জনমের বন্ধন কেমনে করলে ছিন্ন?
অনন্ত কালের সাথী গো কেন হলে ভিন্ন?
তোমায় ছাড়া কেমনে বল তৃপ্ত হয় এই আত্মা?
ব্যুকুল হৃদয় বোঝে না গো জুড়ে আছো সত্ত্বা!
কাঠ ফাটা রোদ্দুরের দিনে তুমি আমার বৃষ্টি,
তোমার আমার এমন বাঁধন সৃষ্টি কর্তার সৃষ্টি।
তুমি আমি দুয়ের জন্য, স্রষ্টা দ্বারা প্রেরিত,
মগ্ন আমি তোমাতে তাই সর্বদা বিমোহিত।
গড়েছিলে আমার প্রাণে প্রেমে সুখের পল্লী,
বাঁধন ছিড়ে নিজের হাতেই জ্বালিয়ে গেলে চুল্লী।
শোকে কাতর আমার আয়ু হয়তো আছে অল্প,
তোমার মতন ভুলেও আমি খুঁজিনি বিকল্প।
তোমার জন্য মনের সাথে করতে হচ্ছে যুদ্ধ,
চঞ্চল ছুটন্ত আমি নির্বাক নিস্তব্ধ!
কেন করলে এমন তুমি জ্বলে হলাম অঙ্গার,
হঠাৎ কঠিন পাথর হল নরম কোমল অন্তর।
জনম জনম জুড়ে হবে তোমার আমার বসবাস,
সব বিফলে এখন শুধু সঙ্গী আমার দীর্ঘশ্বাস।
তুমি আমার জীবন ছিলে এই প্রাণের স্পন্দন,
বেঁচে থেকে কি লাভ বল ছিন্ন হলে বন্ধন?
অনন্ত কালের সাথী গো কেন হলে ভিন্ন?
তোমায় ছাড়া কেমনে বল তৃপ্ত হয় এই আত্মা?
ব্যুকুল হৃদয় বোঝে না গো জুড়ে আছো সত্ত্বা!
কাঠ ফাটা রোদ্দুরের দিনে তুমি আমার বৃষ্টি,
তোমার আমার এমন বাঁধন সৃষ্টি কর্তার সৃষ্টি।
তুমি আমি দুয়ের জন্য, স্রষ্টা দ্বারা প্রেরিত,
মগ্ন আমি তোমাতে তাই সর্বদা বিমোহিত।
গড়েছিলে আমার প্রাণে প্রেমে সুখের পল্লী,
বাঁধন ছিড়ে নিজের হাতেই জ্বালিয়ে গেলে চুল্লী।
শোকে কাতর আমার আয়ু হয়তো আছে অল্প,
তোমার মতন ভুলেও আমি খুঁজিনি বিকল্প।
তোমার জন্য মনের সাথে করতে হচ্ছে যুদ্ধ,
চঞ্চল ছুটন্ত আমি নির্বাক নিস্তব্ধ!
কেন করলে এমন তুমি জ্বলে হলাম অঙ্গার,
হঠাৎ কঠিন পাথর হল নরম কোমল অন্তর।
জনম জনম জুড়ে হবে তোমার আমার বসবাস,
সব বিফলে এখন শুধু সঙ্গী আমার দীর্ঘশ্বাস।
তুমি আমার জীবন ছিলে এই প্রাণের স্পন্দন,
বেঁচে থেকে কি লাভ বল ছিন্ন হলে বন্ধন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ২২/১২/২০১৮সুন্দর কবিতা
-
আব্দুল হক ২১/১২/২০১৮বেশ ভালো!
-
সাইয়িদ রফিকুল হক ২১/১২/২০১৮জীবনের আক্ষেপ।