জঙ্গীর উত্থান
সঙ্গত কারণে সংযত হয়ে থাকে
বাঁধভাঙ্গা ধৈর্যের গদ লোকে বেঁধে রাখে।
প্রত্যয়ী শক্তির ধ্রুবতা অমলিন
অনুরাগী আত্মার উদ্দাম সমীচীন।
গানিতিক ব্যাখ্যায় জীবনের সংহার
সমাধান খুঁজে ফেরে পায়না উত্তর।
সাফল্য জেকে বসে পিয়াসী হৃদয়ে
ব্যর্থতা স্বপ্নকে দিয়ে যায় গুঁড়িয়ে।
বিকশিত হতে চায় সাদামাটা নিয়মে
আশাহত হতে হয় যুক্তির দহনে।
পর্যায়ক্রমে হয় নীরবতার উত্থান
অধিকার ফিরে পেতে দিয়ে যায় শ্লোগান।
ভাগ্যের কষাঘাতে নিরাশাই সঙ্গী
বেঁচে থেকে মরে যায় হয়ে যায় জঙ্গী।
জীবনের খেলাঘর যেন হয় বরবাদ
কোন সে চিন্তায় দেহেপ্রানে অবসাদ।
ওত পেতে বসে ওরা দেখিয়ে যুক্তি
ধর্মের ওজুহাতে খুজেফেরে মুক্তি।
এক চোখে দেয় ওরা সরলের বলিদান
অন্য চোখে খোঁজে জঙ্গির উত্থান।
বাঁধভাঙ্গা ধৈর্যের গদ লোকে বেঁধে রাখে।
প্রত্যয়ী শক্তির ধ্রুবতা অমলিন
অনুরাগী আত্মার উদ্দাম সমীচীন।
গানিতিক ব্যাখ্যায় জীবনের সংহার
সমাধান খুঁজে ফেরে পায়না উত্তর।
সাফল্য জেকে বসে পিয়াসী হৃদয়ে
ব্যর্থতা স্বপ্নকে দিয়ে যায় গুঁড়িয়ে।
বিকশিত হতে চায় সাদামাটা নিয়মে
আশাহত হতে হয় যুক্তির দহনে।
পর্যায়ক্রমে হয় নীরবতার উত্থান
অধিকার ফিরে পেতে দিয়ে যায় শ্লোগান।
ভাগ্যের কষাঘাতে নিরাশাই সঙ্গী
বেঁচে থেকে মরে যায় হয়ে যায় জঙ্গী।
জীবনের খেলাঘর যেন হয় বরবাদ
কোন সে চিন্তায় দেহেপ্রানে অবসাদ।
ওত পেতে বসে ওরা দেখিয়ে যুক্তি
ধর্মের ওজুহাতে খুজেফেরে মুক্তি।
এক চোখে দেয় ওরা সরলের বলিদান
অন্য চোখে খোঁজে জঙ্গির উত্থান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৫/০৫/২০১৮অনেক বেশী সুন্দর,ধন্যবাদ!
-
ন্যান্সি দেওয়ান ১৪/০৫/২০১৮Nice.