যখন সে আসে
নেচে ওঠে মন সে আসে যখন, সব কিছু ভালো লাগে,
উদাস মনে সে মধুর ক্ষণে, দারুন তৃষ্ণা জাগে।
দূর হয়ে যায় কষ্টগুলো, আলোকিত হয় আঁধার কালো,
তখন হাজার তুফান এলেও, যুদ্ধ করতে লাগে ভালো।
ফুলে ফুলে ভরে মধুর সময়, যখন মিষ্টি বুলি শোনায়,
বিবাগী প্রাণের সব যাতনা, তাঁর ছোঁয়াতে দূর হয়ে যায়।
আকাশ হতে মেঘ সরে যায়, পূর্ণিমা চাঁদ হেসে চেয়ে রয়,
বেদনারাও আনন্দ পায়, যখন মায়াবী পরশ বুলায়।
ঝরনা ঝরে যত্ন করে, নদী তারে বুকে ধরে,
সেই না নদীর স্বাধীন স্রোতে, ঢেউকে কিনার আপন করে।
তেমনি আমার হৃদয় হতে, স্বপ্ন ঝরে দিনে রাতে,
অধীর আশায় বসে থাকি, শিহরণের ছোঁয়া পেতে।
তপ্ত বালুর মরুর বুকে, বৃষ্টি ধারা ঝরে সুখে,
শুকনো পাতা যায় ঝরে যায়, মুকুল গজায় যে পুলকে।
তেমনি আমার মনের মাঝে, সারাটিক্ষণ তাঁর বিরাজে,
মোহের টানে ছুটে চলে, মন বসেনা কোন কাজে।
কলিগুলো যায় ফুঁটে যায়, বাতাস পাতায় বাদ্য বাঁজায়,
ফাগুন দিনে কোকিল ডাকে, সেইনা সূরে হৃদয় হারায়।
দুঃখও সুখের বানে ভাসে, প্রিয়া আমার যখন হাসে,
চিন্তিত দুর্বল শরীরে, হাজার বীরের শক্তি আসে।
উদাস মনে সে মধুর ক্ষণে, দারুন তৃষ্ণা জাগে।
দূর হয়ে যায় কষ্টগুলো, আলোকিত হয় আঁধার কালো,
তখন হাজার তুফান এলেও, যুদ্ধ করতে লাগে ভালো।
ফুলে ফুলে ভরে মধুর সময়, যখন মিষ্টি বুলি শোনায়,
বিবাগী প্রাণের সব যাতনা, তাঁর ছোঁয়াতে দূর হয়ে যায়।
আকাশ হতে মেঘ সরে যায়, পূর্ণিমা চাঁদ হেসে চেয়ে রয়,
বেদনারাও আনন্দ পায়, যখন মায়াবী পরশ বুলায়।
ঝরনা ঝরে যত্ন করে, নদী তারে বুকে ধরে,
সেই না নদীর স্বাধীন স্রোতে, ঢেউকে কিনার আপন করে।
তেমনি আমার হৃদয় হতে, স্বপ্ন ঝরে দিনে রাতে,
অধীর আশায় বসে থাকি, শিহরণের ছোঁয়া পেতে।
তপ্ত বালুর মরুর বুকে, বৃষ্টি ধারা ঝরে সুখে,
শুকনো পাতা যায় ঝরে যায়, মুকুল গজায় যে পুলকে।
তেমনি আমার মনের মাঝে, সারাটিক্ষণ তাঁর বিরাজে,
মোহের টানে ছুটে চলে, মন বসেনা কোন কাজে।
কলিগুলো যায় ফুঁটে যায়, বাতাস পাতায় বাদ্য বাঁজায়,
ফাগুন দিনে কোকিল ডাকে, সেইনা সূরে হৃদয় হারায়।
দুঃখও সুখের বানে ভাসে, প্রিয়া আমার যখন হাসে,
চিন্তিত দুর্বল শরীরে, হাজার বীরের শক্তি আসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৭/১২/২০১৮বেশ!!
-
শামিম ইশতিয়াক ২৭/১২/২০১৮Nice
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/১২/২০১৮shundor
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১২/২০১৮ভালো। কিন্তু জায়গায়-জায়গায় চন্দ্রবিন্দু বেশি হয়ে গিয়েছে।