www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জঘন্যতম পরিস্থিতি

সমস্ত পৃথিবী জুড়ে চলছে
নিরীহ নিরপরাধ মানুষ হত্যার প্রতিযোগিতা।
নীরব দর্শকের ভূমিকায়
ন্যায়ের বানী শোনায় বিশ্ব নেতারা।
অথচ, লোকচক্ষুর অন্তরালে
উনারাই নাড়ছেন হত্যাযজ্ঞের কলকাঠি।

স্বার্থের রোষানলে জ্বলছে
লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন ভূ-খণ্ড।
রক্তের নেশায় মাতাল হায়েনার হাত হতে
নিস্তার নেই আজ নিষ্পাপ নবজাতকের।

চোখ মেলে তাকালেই দেখি
স্বস্তির সাথে দিন যাপন করে চলেছে
সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত
পার্থিব শান্তি বিনষ্টকারী অসাধু ব্যক্তিরা।

শিল্পায়নের ফাঁদে পা রেখে
নিঃশব্দ চিৎকারে গলা ফাটায়
অনাহারী আধুনিক উচ্চশিক্ষিত বেকার।
পায়ের উপর পা তুলে
কলের গান বাজায় নিরক্ষর নেতা।

অন্ধ সেজে বসে থাকে
আইনের ধারক বাহক,
আর চলন্ত বাসে চলে দিবালোকে ধর্ষণ।
ধর্মের গান গেয়ে অধর্মের কুত্তা পালে
মাদকের বানে ভেসে আসা শিল্পপতি।

কখনই ধরা পড়ে না তোমাদের সিসি ক্যামেরায়
ধূমপান মুক্ত এলাকার মধ্যেই
বিদেশী মদে স্নান করে
‘মাদক মুক্ত সমাজ চাই’ আন্দোলনের নেতা।

বিশেষ জনগোষ্ঠীকে নিঃশেষ করার
পায়তারা চলছে বিশ্বজুড়ে।
বুঝেও না বোঝার ভান করে
ভয়ে ভয়ে পথ চলছে সাধারণ জনগণ।

তাই আজ বিশ্ব বিবেকের কাছে
অনাগত আগামীর একটাই প্রশ্ন।
কবে পরিত্রাণ পাবে এ পৃথিবী
বীভৎস এই জঘন্যতম পরিস্থির হাত হতে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ২০/০৫/২০১৮
    বেশ ভালো লাগল।
  • পি পি আলী আকবর ২০/০৫/২০১৮
    সুন্দর হয়েছে
 
Quantcast