জঘন্য স্বার্থপর
নেবার বেলায় লাগে ভালো
দেবার সময় ফাটে,
সুযোগ পেলে গলায় ছুরি
দুর্দিনে পা চাটে!
সহোদরের মৃত্যুশয্যা
কে খাওয়াবে জল?
খোকার মামার গায়ে হলুদ
কত লাগবে বল?
মায়ের আছে মরণ ব্যধি
মরতে শুধু বাকী,
বাবার ওষুধ কিনতে হবে
পয়সা পেলে দেখি!
আজ এনেছে বউয়ের জন্য
দামী হিরের গয়না,
ভালোবাসে অনেক বেশী
পূরণ করে বায়না।
বলে, দেখতে যাবো মাকে কখন?
কাজের চাপে থাকি,
আপন শালী দাওয়াত দিছে
না গেলে হয় নাকি?
দেবার সময় ফাটে,
সুযোগ পেলে গলায় ছুরি
দুর্দিনে পা চাটে!
সহোদরের মৃত্যুশয্যা
কে খাওয়াবে জল?
খোকার মামার গায়ে হলুদ
কত লাগবে বল?
মায়ের আছে মরণ ব্যধি
মরতে শুধু বাকী,
বাবার ওষুধ কিনতে হবে
পয়সা পেলে দেখি!
আজ এনেছে বউয়ের জন্য
দামী হিরের গয়না,
ভালোবাসে অনেক বেশী
পূরণ করে বায়না।
বলে, দেখতে যাবো মাকে কখন?
কাজের চাপে থাকি,
আপন শালী দাওয়াত দিছে
না গেলে হয় নাকি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২১/০৩/২০১৯ভালো
-
পি পি আলী আকবর ২০/০৩/২০১৯বেশ