যদি কোনদিন
যদি কোন দিন আবার আমি
সামনে এসে দাঁড়াই,
প্রথম দিনের মত করে
রিক্ত দু হাত বাড়াই।
যদি না থাকে সে হাতে আমার
তোমার প্রিয় গোলাপ,
মেখে থাকে যদি সে দু হাতে
পৃথিবীর সব পাপ।
আবার যদি হারিয়ে যাই
ভাবনার আকাশে,
প্রলয়ঙ্করী ঝড়ের বেশে
মিশে যাই বাতাসে।
যদি ঝরনার ধারা হয়ে
অঝরে ঝরে পড়ি,
আলোর ভূবন আঁধারে ঢেকে
আপন ভূবন গড়ি।
তবে কি তুমি আগের মতই
বাড়িয়ে দিবে হাত?
নাকি তোমাতে উঠবে জেগে
সাহসী প্রতিবাদ?
শুন্য আমার ছায়াতলে
বাঁধবে কি আর ঘর?
নাকি পাথর হয়ে থাকবে
কঠিন ঐ অন্তর।
সামনে এসে দাঁড়াই,
প্রথম দিনের মত করে
রিক্ত দু হাত বাড়াই।
যদি না থাকে সে হাতে আমার
তোমার প্রিয় গোলাপ,
মেখে থাকে যদি সে দু হাতে
পৃথিবীর সব পাপ।
আবার যদি হারিয়ে যাই
ভাবনার আকাশে,
প্রলয়ঙ্করী ঝড়ের বেশে
মিশে যাই বাতাসে।
যদি ঝরনার ধারা হয়ে
অঝরে ঝরে পড়ি,
আলোর ভূবন আঁধারে ঢেকে
আপন ভূবন গড়ি।
তবে কি তুমি আগের মতই
বাড়িয়ে দিবে হাত?
নাকি তোমাতে উঠবে জেগে
সাহসী প্রতিবাদ?
শুন্য আমার ছায়াতলে
বাঁধবে কি আর ঘর?
নাকি পাথর হয়ে থাকবে
কঠিন ঐ অন্তর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ১৫/০৬/২০১৮অনেক সুন্দর হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৬/২০১৮যদি কোনোদিন পাথর না গলে!