আজকে না হয়
আজকে না হয় দিলে খানিক
মৃদু সুখের পরশ,
প্রেমের তরে না হয় একটু
দেখালে সৎ সাহস।
দেহ অন্তর উজাড় করে
বাসলে না হয় ভালো,
হয়তো তাতে উঠবে জ্বলে
আঁধার ঘরে আলো।
না হয় দিলে একটু ছুঁয়ে
কামনাতে মেতে,
কিছু সময় না হয় রাখলে
বাহুডোরে গেঁথে।
আজকে না হয় এই সুযোগে
সবই সপে দিলে,
পরে যদি এমন সুযোগ
ভাগ্যে আর না মেলে?
আজকে না হয় নিঃস্ব হয়ে
পূর্ণ করলে আমায়,
তাতেই আমি বাসব ভালো
সারা জীবন তোমায়।
মৃদু সুখের পরশ,
প্রেমের তরে না হয় একটু
দেখালে সৎ সাহস।
দেহ অন্তর উজাড় করে
বাসলে না হয় ভালো,
হয়তো তাতে উঠবে জ্বলে
আঁধার ঘরে আলো।
না হয় দিলে একটু ছুঁয়ে
কামনাতে মেতে,
কিছু সময় না হয় রাখলে
বাহুডোরে গেঁথে।
আজকে না হয় এই সুযোগে
সবই সপে দিলে,
পরে যদি এমন সুযোগ
ভাগ্যে আর না মেলে?
আজকে না হয় নিঃস্ব হয়ে
পূর্ণ করলে আমায়,
তাতেই আমি বাসব ভালো
সারা জীবন তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১৫/১২/২০১৮ভাল লাগল l
-
মোঃ শাহারুখ হোসেন ১৩/১১/২০১৮দারুণ
-
নাদেরা ফারনাছ শিমূল ০৬/১১/২০১৮সুন্দর হয়েছে।
-
নৃ মাসুদ রানা ০৫/১১/২০১৮ভালোই
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/১১/২০১৮দারুণ রোমান্টিকতা আর আধুনিকতার সংমিশ্রন।।
ধন্যবাদ