জীবনের রহস্য
অবিরত ছুটে চলে
খুঁজে ফেরে ঠিকানা,
গভীরের রহস্য
সকলের অজানা।
পরিনতি ভয়াবহ
ভেবে যায় থমকে,
আশাতীত ফল পেয়ে
কেউ যায় চমকে।
উত্তর ঢাকা থাকে
প্রশ্নের আড়ালে,
দূরত্ব ঘুচে যায়
শুধু হাত বাড়ালে।
পার্থিব শান্তির
কৃতদাস আমরা,
চকচকে বাহিরে
ভেতরটা নোংরা।
শ্রদ্ধার বিনিময়ে
অপমান জুটলে,
জীবনের ঠিকানা
সরে রয় আড়ালে।
ভেতরের তথ্য
অজানাই রয়ে যায়,
আমরন সারাক্ষণ
ঠিকানাই খুঁজে যায়।
খুঁজে ফেরে ঠিকানা,
গভীরের রহস্য
সকলের অজানা।
পরিনতি ভয়াবহ
ভেবে যায় থমকে,
আশাতীত ফল পেয়ে
কেউ যায় চমকে।
উত্তর ঢাকা থাকে
প্রশ্নের আড়ালে,
দূরত্ব ঘুচে যায়
শুধু হাত বাড়ালে।
পার্থিব শান্তির
কৃতদাস আমরা,
চকচকে বাহিরে
ভেতরটা নোংরা।
শ্রদ্ধার বিনিময়ে
অপমান জুটলে,
জীবনের ঠিকানা
সরে রয় আড়ালে।
ভেতরের তথ্য
অজানাই রয়ে যায়,
আমরন সারাক্ষণ
ঠিকানাই খুঁজে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিষেক মান্না ১১/০৪/২০১৮বাহ
-
মোঃ ফাহাদ আলী ১১/০৪/২০১৮রহস্যময় লেখা।