জীবনের অভিযান
জীবনের অভিযান
কখনো সেখানে বাহবা মিলে
কখনোবা বলিদান।
স্বপ্নের স্রোতধারা
দুঃখ বেদনা ধুয়ে মুছে দেয়
কখনো পাগলপারা।
শুরু হয় সংঘাত
তৃষিত হৃদয় ভয়ে লজ্জায়
করেনা প্রতিবাদ।
ক্ষণিক কামনায় মাতে
আবেগের মোহে অন্ধকারে
ছুটে চলে একসাথে।
কাঁধে নিয়ে অভিশাপ
দোষারোপ করে ভাগ্যটাকে
কেউ বা করে বিলাপ।
প্রাপ্ত শান্তি ভুলে
অশান্তির সে আগুন জ্বালাতে
বোঝা নেয় কাঁধে তুলে।
করুনা নিজেই কাঁদে
যাতনা সয়ে ভাবনা তখন
মরণের ফাঁদ পাতে।
প্রতিদান পায় জীবন
পাপের বোঝা বইতে বইতে
সামনে দাঁড়ায় মরন।
শক্তি মিলিয়ে যায়
সামান্যতম পুণ্যকর্ম
আজীবন বেঁচে রয়।
পৃথিবীর প্রতি টান
আজীবন রয় শেষ হলেও
জীবনের অভিযান।
কখনো সেখানে বাহবা মিলে
কখনোবা বলিদান।
স্বপ্নের স্রোতধারা
দুঃখ বেদনা ধুয়ে মুছে দেয়
কখনো পাগলপারা।
শুরু হয় সংঘাত
তৃষিত হৃদয় ভয়ে লজ্জায়
করেনা প্রতিবাদ।
ক্ষণিক কামনায় মাতে
আবেগের মোহে অন্ধকারে
ছুটে চলে একসাথে।
কাঁধে নিয়ে অভিশাপ
দোষারোপ করে ভাগ্যটাকে
কেউ বা করে বিলাপ।
প্রাপ্ত শান্তি ভুলে
অশান্তির সে আগুন জ্বালাতে
বোঝা নেয় কাঁধে তুলে।
করুনা নিজেই কাঁদে
যাতনা সয়ে ভাবনা তখন
মরণের ফাঁদ পাতে।
প্রতিদান পায় জীবন
পাপের বোঝা বইতে বইতে
সামনে দাঁড়ায় মরন।
শক্তি মিলিয়ে যায়
সামান্যতম পুণ্যকর্ম
আজীবন বেঁচে রয়।
পৃথিবীর প্রতি টান
আজীবন রয় শেষ হলেও
জীবনের অভিযান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০১৮ভালো।