জীবনের যুদ্ধ
জীবনের যুদ্ধে সকলের ঝরে ঘাম,
কারো জোটে অবহেলা কেউ পায় খাঁটি দাম।
স্বার্থের মোহে কেহ ভুলে যায় সততা,
যোগ্যতা নিয়ে আসে শান্তির বারতা।
লোভে আর ক্ষোভে জাগে কারো পেশীশক্তি,
অন্যায় আবদারে পেতে চায় মুক্তি।
ভক্তির শক্তি রুখে দেয় অন্যায়,
তরুণেরা জেগে ওঠে বুকে নিয়ে প্রত্যয়।
মেধা দিয়ে জয় হল এই মহাবিশ্ব,
অবিরত খুঁজে ফেরে শান্তির উৎস।
তার পরও থেকে যায় অন্যায় আবদার,
অনিয়ম নিজে করে নিয়মের সৎকার।
পার্থিব শান্তির মোহ পিছু ছাড়ে না,
লোভ আর লালসায় ভরে যায় আঙ্গিনা।
চাহিদার প্রয়োজন ভেঙ্গে দেয় শর্ত,
সারাক্ষণ খুঁজে ফেরে জীবনের অর্থ।
সীমিত জীবনের অসীম এই চাহিদা,
গোলমাল পাকিয়ে বসে লোকে বেহুদা।
প্রয়োজন যেতে চায় আইনের ঊর্ধ্বে,
আজীবন সাজা ভোগে জীবনের যুদ্ধে।
কারো জোটে অবহেলা কেউ পায় খাঁটি দাম।
স্বার্থের মোহে কেহ ভুলে যায় সততা,
যোগ্যতা নিয়ে আসে শান্তির বারতা।
লোভে আর ক্ষোভে জাগে কারো পেশীশক্তি,
অন্যায় আবদারে পেতে চায় মুক্তি।
ভক্তির শক্তি রুখে দেয় অন্যায়,
তরুণেরা জেগে ওঠে বুকে নিয়ে প্রত্যয়।
মেধা দিয়ে জয় হল এই মহাবিশ্ব,
অবিরত খুঁজে ফেরে শান্তির উৎস।
তার পরও থেকে যায় অন্যায় আবদার,
অনিয়ম নিজে করে নিয়মের সৎকার।
পার্থিব শান্তির মোহ পিছু ছাড়ে না,
লোভ আর লালসায় ভরে যায় আঙ্গিনা।
চাহিদার প্রয়োজন ভেঙ্গে দেয় শর্ত,
সারাক্ষণ খুঁজে ফেরে জীবনের অর্থ।
সীমিত জীবনের অসীম এই চাহিদা,
গোলমাল পাকিয়ে বসে লোকে বেহুদা।
প্রয়োজন যেতে চায় আইনের ঊর্ধ্বে,
আজীবন সাজা ভোগে জীবনের যুদ্ধে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২২/০৫/২০১৮জীবন যুদ্ধের বাস্তব চিত্র।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৫/২০১৮মানুষের মঙ্গল হোক।