জীবনের গতি
থেমে জীবনের গতি জঘন্য পরিণতি,
হিসেব মিলাতে বসেছি সকলে কত হল ক্ষয়ক্ষতি।
ভূলে অতীতের কথা বেড়ে গেল যেন ব্যাথা,
হারানোর মাঝে খুঁজেছি সবাই জীবনের সার্থকতা।
ভুলেছি পরিচয় করেছি অভিনয়,
প্রয়োজনীয়তা অভাবের কাছে হাত পেতে কি চায়?
হয়তো সেটা সুখ দেখিনি যার মুখ,
তবু তার পানে চেয়ে থেকে আজ ভরে গিয়েছে বুক।
অশান্তির এ আগুন বুঝিনি এতই করুণ,
পুরনো সুখকে দিয়েছে ঢেকে বেদনা এসেছে নতুন।
এই জীবনের পানে স্বপ্ন তবুও টানে,
আশার মাঝে লুকায়িত সুখ জীবন তা ঠিকই জানে।
থেমে গিয়ে গতি তার খুঁজেছে প্রতিকার,
সরলতার মাঝে হারালো জীবন নিজের অধিকার।
এমন করুণ দিনে নিয়েছে জীবন চিনে,
তার দাম দিয়ে সকলে যেন নিয়েছে পরপার কিনে।
তবুও জীবন ব্রতী নিয়েছে প্রতিশ্রুতি,
কেউ জানে না কত বেদনার মরণের অনুভূতি!
থেমে থাকেনি কাল হোক যত কোলাহল,
মরণের সাথে নিয়েছে মিলিয়ে জীবনের ক্ষণ কাল।
হিসেব মিলাতে বসেছি সকলে কত হল ক্ষয়ক্ষতি।
ভূলে অতীতের কথা বেড়ে গেল যেন ব্যাথা,
হারানোর মাঝে খুঁজেছি সবাই জীবনের সার্থকতা।
ভুলেছি পরিচয় করেছি অভিনয়,
প্রয়োজনীয়তা অভাবের কাছে হাত পেতে কি চায়?
হয়তো সেটা সুখ দেখিনি যার মুখ,
তবু তার পানে চেয়ে থেকে আজ ভরে গিয়েছে বুক।
অশান্তির এ আগুন বুঝিনি এতই করুণ,
পুরনো সুখকে দিয়েছে ঢেকে বেদনা এসেছে নতুন।
এই জীবনের পানে স্বপ্ন তবুও টানে,
আশার মাঝে লুকায়িত সুখ জীবন তা ঠিকই জানে।
থেমে গিয়ে গতি তার খুঁজেছে প্রতিকার,
সরলতার মাঝে হারালো জীবন নিজের অধিকার।
এমন করুণ দিনে নিয়েছে জীবন চিনে,
তার দাম দিয়ে সকলে যেন নিয়েছে পরপার কিনে।
তবুও জীবন ব্রতী নিয়েছে প্রতিশ্রুতি,
কেউ জানে না কত বেদনার মরণের অনুভূতি!
থেমে থাকেনি কাল হোক যত কোলাহল,
মরণের সাথে নিয়েছে মিলিয়ে জীবনের ক্ষণ কাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ০১/০৬/২০১৮ছন্দের আজ আবার শরীর খারাপ । বানান - ভুলে , খুঁজেছে হবে ॥
-
তরুণ কান্তি ৩১/০৫/২০১৮বাহ! চমৎকার জীবনের গতির অনন্য অনুভূতি