জীবনের বৃত্ত
ছোটাছুটি সকলের
নিয়ে এক বৃত্ত,
সংকীর্ণতা নিয়ে
চিন্তিত নিত্য।
চিন্তার কারাগারে
বন্দী সকলে,
ইন্দ্রিয়ে তালা মারা
হাত পা শেকলে।
পরিচয় বলে দেয়
মানুষের কর্মে,
ব্যবসায়ী মনোভাব
বাঁধ সাধে ধর্মে।
হানাহানি বিদ্বেষ
শেষ সীমা ছাড়িয়ে,
সকলেই যেতে চায়
বৃত্ত পেরিয়ে।
সম্মুখে মৃত্যু থাকে
হাত বাড়িয়ে,
অমৃত পেতে পেতে
প্রাণ যায় হারিয়ে।
এক বুক জ্বালা নিয়ে
জেগে থাকে চিত্ত,
মৃত্যুকে নিয়ে ঘোরে
জীবনের বৃত্ত।
নিয়ে এক বৃত্ত,
সংকীর্ণতা নিয়ে
চিন্তিত নিত্য।
চিন্তার কারাগারে
বন্দী সকলে,
ইন্দ্রিয়ে তালা মারা
হাত পা শেকলে।
পরিচয় বলে দেয়
মানুষের কর্মে,
ব্যবসায়ী মনোভাব
বাঁধ সাধে ধর্মে।
হানাহানি বিদ্বেষ
শেষ সীমা ছাড়িয়ে,
সকলেই যেতে চায়
বৃত্ত পেরিয়ে।
সম্মুখে মৃত্যু থাকে
হাত বাড়িয়ে,
অমৃত পেতে পেতে
প্রাণ যায় হারিয়ে।
এক বুক জ্বালা নিয়ে
জেগে থাকে চিত্ত,
মৃত্যুকে নিয়ে ঘোরে
জীবনের বৃত্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৮/২০১৮লিখা বেশ , ভালো লাগল, ধন্যবাদ!
-
মেহেদী হাসান (নয়ন) ১৫/০৮/২০১৮খুব ভাল লিখছেন
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৮/২০১৮জীবনবৃত্তে মানুষের বিবেক জাগ্রত হোক।