জীবন
জীবন কত কঠিন,
বুঝতে পেরেছি সে দিন!
খুশীর চোখে প্রথম আমি,
অশ্রু দেখেছি যে দিন!
করতে চেয়েছি সহজ,
প্রাণপণ কত গরজ!
প্রতি পদে পদে আঘাত সয়ে,
ক্ষত বিক্ষত মগজ!
আহারে সুখের জীবন,
হাজারো বন্ধু সুজন!
মানিক রতন সবই মেলে
অর্থ বিত্ত যখন!
দুয়ারে দাঁড়ালে অভাব,
বিকৃত সৎ স্বভাব!
শুধু পর নয়, আপন মাঝেও,
লক্ষ্য করেছি প্রভাব!
হৃদয়ে রক্ত ঝরে,
অশেষ ধৈর্য ধরে!
ব্যথার মাঝেও সুখের বসত,
অভাবী প্রাণের ঘরে!
হাসবে কষ্ট যে দিন,
দুঃখ হবে বিলীন!
হাজার ব্যথা বেদনার মাঝে,
শান্তি রবে সীমাহীন!
বুঝতে পেরেছি সে দিন!
খুশীর চোখে প্রথম আমি,
অশ্রু দেখেছি যে দিন!
করতে চেয়েছি সহজ,
প্রাণপণ কত গরজ!
প্রতি পদে পদে আঘাত সয়ে,
ক্ষত বিক্ষত মগজ!
আহারে সুখের জীবন,
হাজারো বন্ধু সুজন!
মানিক রতন সবই মেলে
অর্থ বিত্ত যখন!
দুয়ারে দাঁড়ালে অভাব,
বিকৃত সৎ স্বভাব!
শুধু পর নয়, আপন মাঝেও,
লক্ষ্য করেছি প্রভাব!
হৃদয়ে রক্ত ঝরে,
অশেষ ধৈর্য ধরে!
ব্যথার মাঝেও সুখের বসত,
অভাবী প্রাণের ঘরে!
হাসবে কষ্ট যে দিন,
দুঃখ হবে বিলীন!
হাজার ব্যথা বেদনার মাঝে,
শান্তি রবে সীমাহীন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ১৮/১০/২০১৮ভাল লেগেছে।
-
কালাম হাবিব১ ১৮/১০/২০১৮আমি কে?প্রশ্ন জাগে মনে।
প্রচুর তথ্য মেলে। বুঝে ক'জনে?
এত বড়ো একটা দুনিয়ায়।
খুঁজে পাব কি আমি আমায়?
প্রাণের মহামানব আমি!
দূঃখ-কস্ট,জালা-যন্ত্রণার আর বিপদগামী!
কত কত ক্ষুদ্র ক্ষুদ্র জীবের পৃথীবিতে ঘটেছে সম্ননয়!
তাহার চেয়েও কত ক্ষুদ্র আমি জানেনা জগতময়!
পৃথীবিতে বিচরণ আমার,কিযে আমার কাজ?
সে কথা তো ভাবেনা মন,মনে চলে শয়তানী রাজ!
আমি তো জীব জগতের সবচেয়ে জঘন্য!
পেতে হবে কঠিন শাস্তি আমায়, তার জন্য।
শাস্তি কি জন্য? ভাবি আমি যে!
তখনই প্রশ্ন জাগে, আমি কে? -
সোহরাব রিপন ১৮/১০/২০১৮জীবন এক অভিনয়এর জায়গা
-
নির্বাক ১৭/১০/২০১৮সত্যি এটাই জীবন
-
অধীতি ১৭/১০/২০১৮বেশ লিখেছেন।