জাগ্রতনিদ্রা
শঙ্কায় অন্তর সামাজিকতার সাথে মানবতার সম্পৃক্ততা নিয়ে,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী রুপ ধারণ অনেক আগেকার কথা।
সামগ্রিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রতিযোগিতা বিদ্যমান,
মৃতপ্রায় অবস্থায় সত্যের সন্ধান মেলে নগন্য দুর্বল চিত্তে।
ব্যক্তিস্বার্থ আর ভ্রান্তপন্থার মাঝে তফাৎ খোঁজার প্রচেষ্টা অবিরত,
গর্হিত অপরাধ ভয়ঙ্কর রুপ নিয়ে থাকে মাঝেমধ্যে।
তবু পার্থক্য নির্ণয়ের ব্যস্ততার কোন কমতি থাকছে না,
যদিও দুর্নীতির ব্যধিতে ভুগন্ত মানব সমাজ জর্জরিত আজ।
প্রতিহিংসা যদি কোন সমাধান দিত মিলত সামাজিক স্বস্তি,
তবে কোন দোষ ছিল না অনাকাঙ্ক্ষিত পারস্পরিক সংঘর্ষে।
সংকীর্ণতার মাঝে বেড়ে ওঠা ব্যক্তিত্ব অবজ্ঞার স্রোতে ভাসবেই,
যদিও নতুনত্বের মোড়কে চাকচিক্য মনে হয় সব কিছু।
আধুনিকতার নামে যে নগ্নতা দৃশ্যমান হয় অকপটে,
কখনও কখনও তাকেও দায়ী করে থাকেন ধর্ম ভীরুরা।
সহিংসতার দাবানলে জ্বলন্ত ভুক্তভোগীরা অস্বীকার করলেও,
প্রকৃতপক্ষে অচলাবস্থা সৃষ্টির জন্য তারাই দায়ী সর্বক্ষেত্রে।
স্বার্থের জন্য নীতিকথার কমতি থাকেনা তাদের বক্তব্যে,
যখন মানবতা আর সামাজিকতা রক্ষার স্লোগানে রাজপথ উত্তাল।
নিজের অধিকারের ব্যাপারে সবাই সচেতন চিরজাগ্রত,
আর যখন অন্যের অধিকার হনন তখন তারা চিরনিদ্রায়।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী রুপ ধারণ অনেক আগেকার কথা।
সামগ্রিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রতিযোগিতা বিদ্যমান,
মৃতপ্রায় অবস্থায় সত্যের সন্ধান মেলে নগন্য দুর্বল চিত্তে।
ব্যক্তিস্বার্থ আর ভ্রান্তপন্থার মাঝে তফাৎ খোঁজার প্রচেষ্টা অবিরত,
গর্হিত অপরাধ ভয়ঙ্কর রুপ নিয়ে থাকে মাঝেমধ্যে।
তবু পার্থক্য নির্ণয়ের ব্যস্ততার কোন কমতি থাকছে না,
যদিও দুর্নীতির ব্যধিতে ভুগন্ত মানব সমাজ জর্জরিত আজ।
প্রতিহিংসা যদি কোন সমাধান দিত মিলত সামাজিক স্বস্তি,
তবে কোন দোষ ছিল না অনাকাঙ্ক্ষিত পারস্পরিক সংঘর্ষে।
সংকীর্ণতার মাঝে বেড়ে ওঠা ব্যক্তিত্ব অবজ্ঞার স্রোতে ভাসবেই,
যদিও নতুনত্বের মোড়কে চাকচিক্য মনে হয় সব কিছু।
আধুনিকতার নামে যে নগ্নতা দৃশ্যমান হয় অকপটে,
কখনও কখনও তাকেও দায়ী করে থাকেন ধর্ম ভীরুরা।
সহিংসতার দাবানলে জ্বলন্ত ভুক্তভোগীরা অস্বীকার করলেও,
প্রকৃতপক্ষে অচলাবস্থা সৃষ্টির জন্য তারাই দায়ী সর্বক্ষেত্রে।
স্বার্থের জন্য নীতিকথার কমতি থাকেনা তাদের বক্তব্যে,
যখন মানবতা আর সামাজিকতা রক্ষার স্লোগানে রাজপথ উত্তাল।
নিজের অধিকারের ব্যাপারে সবাই সচেতন চিরজাগ্রত,
আর যখন অন্যের অধিকার হনন তখন তারা চিরনিদ্রায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ২৩/০৭/২০১৮বাস্তবিক সত্য কবিতা।
-
মোবারক হোসেন ২৩/০৭/২০১৮ভাল লাগলো।