যাচ্ছে কোথায় দেশ
কেউ ফেঁসেছে হেসে
কেউ ফেঁসেছে কেশে,
কেউ ফেঁসেছে নীরব থেকে
বিচিত্র এই দেশে!
ড্রেনে কারো লাশ
ব্রিজের ভেতর বাঁশ,
হাজার কোটি টাকা উধাও
সে কি সর্বনাশ!
সোনা হচ্ছে তামা
ব্যবসা যে রমরমা,
বললে কথা সত্য ন্যায়ের
ঘষছে মুখে ঝামা!
শব্দ করলে দোষ
তাই বড় আফসোস,
প্রশাসন যায় পাশ কাটিয়ে
দারুণ অসন্তোস!
উন্নয়নের স্রোতে
ভাসছি দিনে রাতে,
দেশটা বুঝি যাচ্ছে চলে
শত্রু পক্ষের হাতে!
কেউ ফেঁসেছে কেশে,
কেউ ফেঁসেছে নীরব থেকে
বিচিত্র এই দেশে!
ড্রেনে কারো লাশ
ব্রিজের ভেতর বাঁশ,
হাজার কোটি টাকা উধাও
সে কি সর্বনাশ!
সোনা হচ্ছে তামা
ব্যবসা যে রমরমা,
বললে কথা সত্য ন্যায়ের
ঘষছে মুখে ঝামা!
শব্দ করলে দোষ
তাই বড় আফসোস,
প্রশাসন যায় পাশ কাটিয়ে
দারুণ অসন্তোস!
উন্নয়নের স্রোতে
ভাসছি দিনে রাতে,
দেশটা বুঝি যাচ্ছে চলে
শত্রু পক্ষের হাতে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৭/১০/২০১৮সব ই জাদুর বাস্কের জাদু।
-
কামরুজ্জামান সাদ ২৬/১০/২০১৮কবিতা পড়ে ফেঁসে গেলাম