যা কখনই হবার নয়
কোন কালেই যেটা ভুলেও হবার কথা নয়,
প্রকৃতপক্ষে সেটাই প্রতিনিয়ত হয়ে চলেছে।
ফুল গুলো ঝরে গিয়েছিল সকলের অজান্তে,
প্রার্থনার দৃষ্টিতে আজো তারা তাকিয়ে।
গণ্ডির বাইরে যাবার দুঃসাহস কেউ দেখায়নি,
বিবেক সায় দেয়নি জড়াতে কোন অপরাধে।
বোঝাতে পারিনি আমি আজও শুকিয়ে যাওয়া ফুলগুলোকে,
নিরুপায় আমার বিবেক আমার চেতনা!
আমার দৃষ্টিকে কেউ বেঁধে রাখতে পারেনি,
অসম্ভব জেনেও চেষ্টা করেছি মুক্ত হতে প্রাণপণ।
ওরা পেরেছে নিয়মের শিকল ভাঙতে অপরাধে জড়াতে,
আর আমি শুধু সহ্য করেছি নীরবে অপলক দৃষ্টিতে।
কুয়াশায় ভিজেছিল নিরীহ ফুলগুলি প্রতিটা শীতের সকালে,
বৃষ্টিতে ভিজে ভিজে গেয়েছিল আষাঢ়ের গান।
বসন্তের পাতাঝরা শব্দে সদ্য উদ্দীপ্ত হয়েছিল নব যৌবনে,
এরই মধ্যে অকালে ঝরে গেল সকলের অজান্তে।
আজ চৈত্রের প্রখর তাপে শুকিয়ে বিবর্ণ ফুলগুলি,
পরিণতির জন্য দোষারোপ করে যায় শুধুই আমাকে।
আর অপরাধী আমি ছিলাম বিবেকের কারাগারে বন্দী,
অবশেষে তাই হয়ে গেল যা কখনই হবার নয়।
প্রকৃতপক্ষে সেটাই প্রতিনিয়ত হয়ে চলেছে।
ফুল গুলো ঝরে গিয়েছিল সকলের অজান্তে,
প্রার্থনার দৃষ্টিতে আজো তারা তাকিয়ে।
গণ্ডির বাইরে যাবার দুঃসাহস কেউ দেখায়নি,
বিবেক সায় দেয়নি জড়াতে কোন অপরাধে।
বোঝাতে পারিনি আমি আজও শুকিয়ে যাওয়া ফুলগুলোকে,
নিরুপায় আমার বিবেক আমার চেতনা!
আমার দৃষ্টিকে কেউ বেঁধে রাখতে পারেনি,
অসম্ভব জেনেও চেষ্টা করেছি মুক্ত হতে প্রাণপণ।
ওরা পেরেছে নিয়মের শিকল ভাঙতে অপরাধে জড়াতে,
আর আমি শুধু সহ্য করেছি নীরবে অপলক দৃষ্টিতে।
কুয়াশায় ভিজেছিল নিরীহ ফুলগুলি প্রতিটা শীতের সকালে,
বৃষ্টিতে ভিজে ভিজে গেয়েছিল আষাঢ়ের গান।
বসন্তের পাতাঝরা শব্দে সদ্য উদ্দীপ্ত হয়েছিল নব যৌবনে,
এরই মধ্যে অকালে ঝরে গেল সকলের অজান্তে।
আজ চৈত্রের প্রখর তাপে শুকিয়ে বিবর্ণ ফুলগুলি,
পরিণতির জন্য দোষারোপ করে যায় শুধুই আমাকে।
আর অপরাধী আমি ছিলাম বিবেকের কারাগারে বন্দী,
অবশেষে তাই হয়ে গেল যা কখনই হবার নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নৃ মাসুদ রানা ০৮/০৫/২০১৮Balo laglo
-
আব্দুল হক ০৮/০৫/২০১৮আরো বেশী বেশী লিখা লিখুন।