www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের কঠোরতা

হৃদয়ের উত্তাপে নাকি কারো অভিশাপে
বিকৃত মৃত প্রায় আবেগীয় সত্ত্বা,
পথে চলা নির্ভয়ে তবু থাকে সংশয়ে
অভিলাষী নির্বোধ পরাধীন আত্মা।

হাহাকার বুক জুড়ে শান্তনা রেখে মুড়ে
বিষাদের রোষানলে শারিরীয় শক্তি,
বিজয়ের উল্লাসে পরাজয় নিজে হাসে
মুমূর্ষ ভাবনারা মিছে খোঁজে মুক্তি।

অশ্রুর লোনা জলে বেদনার চাষ হলে
স্বস্তির নিঃশ্বাস নিতে লাগে সংশয়,
ছলনার মায়াজালে বিবেকটা বেঁধে ফেলে
আবেগের তাড়নায় মেনে নেয় পরাজয়।

জীবনের নির্যাস আজ করে পরিহাস
লজ্জার আবরণে ঢেকে থাকে ছন্দ,
আরো ভালো পেতে ফল কত ঘাটে খায় জল
ক্রোধের বিপরীতে পড়ে দ্বিধা-দন্ধ।

আরও বেশী পেতে সুখ শুন্যে পাতে বুক
বিষ মাখা তীর বিঁধে জীবনটা জ্বালাময়,
বিনম্র শ্রদ্ধায় অশ্লীল প্রত্যয়
ধুকে ধুকে মরে তবে হতে হয় দুর্জয়।

স্বপ্নের কোলাহলে ধ্বংসের দাবানলে
বিবেকের দাম দিয়ে কিনে নেয় যুক্তি,
শ্রদ্ধার আশ্রয়ে যন্ত্রনা যায় সয়ে
করুনার পীপাসা ভুলে থাকে ভক্তি।

কামনার ঝড় ওঠে বসনায় ফুল ফোঁটে
মিলনের ছন্দে রাত্রিরা উত্তাল,
স্বপ্নের ছায়াতলে যে প্রাসাদ গড়ে তোলে
তাকে ঘিরে রেখেছে ছলনার মায়াজাল।

বিষাদের ভূষণে প্রত্যাশা পূরণে
আবেগের মোহনায় সে তরী ডুবে রয়,
কত শত বাসনা ঢেকে দেয় যাতনা
জীবনের দাম দিয়ে মৃত্যুকে কিনে নেয়।

প্রতীক্ষার পদতলে ভাবনারা পিষে চলে
কল্পনা চুষে নেয় বিবেকের রক্ত,
কঠোরতা বেড়ে যায় অন্যায় মেনে নেয়
কষ্টের ভয় নিজে হয় উপযুক্ত।

জাগ্রত সত্ত্বা মেরে ফেলে আত্মা
পরকালে সপে দেয় জীবনের সঞ্চয়,
কোমলতা ভেসে যায় কঠোরতা জেগে রয়
এভাবেই শেষ হয় জীবনের অধ্যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ ফাহাদ আলী ২৮/০৪/২০১৮
    লেখার ধার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। চলতে থাকুন।
  • স্বপ্নের কোলাহরে ধ্বংসের দাবানলে
    বিবেকের দাম দিয়ে কিনে নেয় যুক্তি।।

    অসাধারণ শব্দ চয়ন আর দারুন এক কম্পজিশন।

    অব্যাহত তাকুক বন্ধু তোমার সাহিত্য চর্চা।
    কথা দিলাম পাশে থাকব।
    • আপনার অনুপ্রেরনা আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে।
      অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
 
Quantcast