হে কবি
হে কবি,
তুমি হও আরো সোচ্চার।
তুলে ধরো অসঙ্গতি গুলোকে।
তোমার কবিতার রঙ তুলিতে,
আর একো না ভালোবাসাকে।
কারণ,
শুকিয়ে গেছে ভালোবাসার ডালপালা।
এই উর্বর পৃথিবীর
অনুর্বর মনের মানুষেরা,
কেটে ফেলেছে ভালোবাসার মূল কে!
তাঁদের নোংরা প্রতিযোগিতার বলি হয়ে,
ভালোবাসা হারিয়ে গেছে
নীল আকাশের অসীম সীমানায়।
আজ কাল এই শহরের অলিতে গলিতে,
ক্ষুধার্ত মানুষের চাপাকান্না হয়তো দেখো না।
ভালোবাসা হারা ক্ষত বিক্ষত হৃদয়ের,
হাজারো মানুষ তো দেখতে পাও,
নগরীর প্রতিটা আনাচে কানাচে।
ভালোবাসা নামক যুদ্ধে,
পরাজিত সৈনিকের বেশে,
অসহায়ের মত পথ চেয়ে বসে আছে ওরা!
তাদেরকে দেখে কখনই কি
কর্তব্য বোধ জাগ্রত হয় না তোমার অন্তরে?
হে কবি,
তুমি হয়তো জানো না!
তোমার দেওয়া শান্তনাই,
তাঁদের একমাত্র সম্বল,
আর বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা!
তুমি হও আরো সোচ্চার।
তুলে ধরো অসঙ্গতি গুলোকে।
তোমার কবিতার রঙ তুলিতে,
আর একো না ভালোবাসাকে।
কারণ,
শুকিয়ে গেছে ভালোবাসার ডালপালা।
এই উর্বর পৃথিবীর
অনুর্বর মনের মানুষেরা,
কেটে ফেলেছে ভালোবাসার মূল কে!
তাঁদের নোংরা প্রতিযোগিতার বলি হয়ে,
ভালোবাসা হারিয়ে গেছে
নীল আকাশের অসীম সীমানায়।
আজ কাল এই শহরের অলিতে গলিতে,
ক্ষুধার্ত মানুষের চাপাকান্না হয়তো দেখো না।
ভালোবাসা হারা ক্ষত বিক্ষত হৃদয়ের,
হাজারো মানুষ তো দেখতে পাও,
নগরীর প্রতিটা আনাচে কানাচে।
ভালোবাসা নামক যুদ্ধে,
পরাজিত সৈনিকের বেশে,
অসহায়ের মত পথ চেয়ে বসে আছে ওরা!
তাদেরকে দেখে কখনই কি
কর্তব্য বোধ জাগ্রত হয় না তোমার অন্তরে?
হে কবি,
তুমি হয়তো জানো না!
তোমার দেওয়া শান্তনাই,
তাঁদের একমাত্র সম্বল,
আর বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২২/০৯/২০১৮খুব ভালো
-
আরিফ ফারাবী ২২/০৯/২০১৮ঠিক, কবিতা হোক হাতিয়ার
-
আলো ২১/০৯/২০১৮হ্যা কবিদের কে কবিতাকে হাতিয়ার করে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে