হে বাস্তবতা
কল্পনার জগৎ ছেড়ে বেরিয়ে এসো হে বাস্তবতা,
শহরের মেয়েরা অপলক দৃষ্টিতে পথপানে তাকিয়ে আছে।
উৎসাহে উদ্দীপনায় দাঁড়িয়ে আছে নানা রঙের ফুল হাতে,
দীর্ঘ প্রতীক্ষায় পবিত্রতম তোমাকে বরণ করবে বলে।
মিথ্যায় ঢাকা রক্তাক্ত রাজপথ জুড়ে লাল গালিচা বিছিয়ে,
উৎসুক সারাটা শহর আজ শুধুমাত্র তোমার অপেক্ষায়।
যন্ত্রণা ঘোচাতে তুমি আসবে বলে প্রকৃতিও সেজেছে,
নিজের মত করে নতুন রূপে উর্বশী বসন্তের সাজে।
তুমি এসো তথাকথিত ধর্ম প্রেরণার কুসংস্কার ভেঙে,
আধুনিকতার ভ্রান্তমত আর অশ্লীলতার গ্লানি ধুয়ে।
সংকীর্ণতায় অবরুদ্ধ বিচক্ষণতার অবসান ঘটাতে,
শহর জুড়ে ছুটি ঘোষিত হয়েছে তোমার আগমনী বার্তায়।
এসো প্রতিবন্ধকতার শিকল ছিঁড়ে প্রতিহিংসার রুদ্ধদ্বার খুলে,
তোমার আগমন ধ্বনিতে মহা উল্লাসে মেতেছে শহর।
অনাচারে কারারুদ্ধ আর ভয়ংকর অত্যাচারে জর্জরিত
মহাবিশ্বের প্রতিটা অধিকারহারা প্রাণ চেয়ে আছে তোমার পথপানে।
হে বাস্তবতা! তুমি এসো চিরশান্তির বার্তা নিয়ে,
কাল্পনিক অবস্থান থেকে সরে সত্যি হয়ে অমানবিকতার শহরে।
দুঃখ কষ্ট বেদনাকে চিরতরে দূরীভূত করতে,
প্রতিহিংসায় ডুবন্ত শহরের মুখে এক চিলতে হাসি ফোটাতে।
শহরের মেয়েরা অপলক দৃষ্টিতে পথপানে তাকিয়ে আছে।
উৎসাহে উদ্দীপনায় দাঁড়িয়ে আছে নানা রঙের ফুল হাতে,
দীর্ঘ প্রতীক্ষায় পবিত্রতম তোমাকে বরণ করবে বলে।
মিথ্যায় ঢাকা রক্তাক্ত রাজপথ জুড়ে লাল গালিচা বিছিয়ে,
উৎসুক সারাটা শহর আজ শুধুমাত্র তোমার অপেক্ষায়।
যন্ত্রণা ঘোচাতে তুমি আসবে বলে প্রকৃতিও সেজেছে,
নিজের মত করে নতুন রূপে উর্বশী বসন্তের সাজে।
তুমি এসো তথাকথিত ধর্ম প্রেরণার কুসংস্কার ভেঙে,
আধুনিকতার ভ্রান্তমত আর অশ্লীলতার গ্লানি ধুয়ে।
সংকীর্ণতায় অবরুদ্ধ বিচক্ষণতার অবসান ঘটাতে,
শহর জুড়ে ছুটি ঘোষিত হয়েছে তোমার আগমনী বার্তায়।
এসো প্রতিবন্ধকতার শিকল ছিঁড়ে প্রতিহিংসার রুদ্ধদ্বার খুলে,
তোমার আগমন ধ্বনিতে মহা উল্লাসে মেতেছে শহর।
অনাচারে কারারুদ্ধ আর ভয়ংকর অত্যাচারে জর্জরিত
মহাবিশ্বের প্রতিটা অধিকারহারা প্রাণ চেয়ে আছে তোমার পথপানে।
হে বাস্তবতা! তুমি এসো চিরশান্তির বার্তা নিয়ে,
কাল্পনিক অবস্থান থেকে সরে সত্যি হয়ে অমানবিকতার শহরে।
দুঃখ কষ্ট বেদনাকে চিরতরে দূরীভূত করতে,
প্রতিহিংসায় ডুবন্ত শহরের মুখে এক চিলতে হাসি ফোটাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবকুমার দাস ২১/০৫/২০১৮ভালো লাগলো। শুভেচ্ছা
-
তরুণ কান্তি ২১/০৫/২০১৮সুন্দর প্রকাশ ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৫/২০১৮চমক............
-
পবিত্র চক্রবর্তী ২১/০৫/২০১৮ছেড়ে , ঘোচাতে , উদ্দীপনা , রূপে , ভেঙে , হাসি , ফোটাতে --- হলো কি ! ! ভীষন বকবো ॥
-
আবু সাইদ লিপু ২১/০৫/২০১৮শান্তি চাই।
-
সাজেদুর আবেদিন শান্ত ২১/০৫/২০১৮দারুন লিখেছেন