হাজার বছর পরে
চিরনিদ্রায় ঘুমিয়ে গেলে, কেউ কি আমায় ডাকবে?
হাজার বছর পেরিয়ে গেলে, কেউ কি মনে রাখবে?
আসল ঘরের অন্ধকারে, থাকবো যখন একাকী,
ইচ্ছে হলেই এমনি করে, পাবো তোমার দেখা কি?
হয়তো কোন ভূমি ধ্বসে, ভাঙবে সে শেষ ঠিকানা,
হাজার বছর পেরিয়ে গেলে, রবে কোন নিশানা?
এমনি মাথায় হাত বুলিয়ে, ঘুম পাড়াবে কেউ কি?
রোজ ফজরের আযান হলে, কেউ আমাকে ডাকবে কি?
কেউকি তখন পায়ে পড়ে, করবে এমন ঝগড়া?
সে দিন কি আর পারবো করতে, যা খুশী তা মন গড়া?
চাঁদর টাকে টেনে দিয়ে, ছাড়বে কি কেউ মশারি?
হাজার বছর পরে কেহ, থাকবে প্রাণের প্রহরী?
বদলে যাবে এই পৃথিবী, বদলে যাবে মানুষ জন,
এমনি করে ভালোবেসে, করবে স্মরণ কেউ তখন?
হতে পারে এই পৃথিবী, ভুলে যাবে লাজ শরম,
তাই বলে কি সে লজ্জাতে, থেমে যাবে এই কলম?
হয়তো তখন ভুবন হতে, বিদায় নেবে বিশ্বাস,
ক্লান্ত হয়ে তোমার বুকে, ছাড়বো না আর নিঃশ্বাস!
তখন কি কেউ আড়াল হতে, উকি দিয়ে দেখবে?
হাজার বছর পরে কি কেউ, আমায় মনে রাখবে?
হাজার বছর পেরিয়ে গেলে, কেউ কি মনে রাখবে?
আসল ঘরের অন্ধকারে, থাকবো যখন একাকী,
ইচ্ছে হলেই এমনি করে, পাবো তোমার দেখা কি?
হয়তো কোন ভূমি ধ্বসে, ভাঙবে সে শেষ ঠিকানা,
হাজার বছর পেরিয়ে গেলে, রবে কোন নিশানা?
এমনি মাথায় হাত বুলিয়ে, ঘুম পাড়াবে কেউ কি?
রোজ ফজরের আযান হলে, কেউ আমাকে ডাকবে কি?
কেউকি তখন পায়ে পড়ে, করবে এমন ঝগড়া?
সে দিন কি আর পারবো করতে, যা খুশী তা মন গড়া?
চাঁদর টাকে টেনে দিয়ে, ছাড়বে কি কেউ মশারি?
হাজার বছর পরে কেহ, থাকবে প্রাণের প্রহরী?
বদলে যাবে এই পৃথিবী, বদলে যাবে মানুষ জন,
এমনি করে ভালোবেসে, করবে স্মরণ কেউ তখন?
হতে পারে এই পৃথিবী, ভুলে যাবে লাজ শরম,
তাই বলে কি সে লজ্জাতে, থেমে যাবে এই কলম?
হয়তো তখন ভুবন হতে, বিদায় নেবে বিশ্বাস,
ক্লান্ত হয়ে তোমার বুকে, ছাড়বো না আর নিঃশ্বাস!
তখন কি কেউ আড়াল হতে, উকি দিয়ে দেখবে?
হাজার বছর পরে কি কেউ, আমায় মনে রাখবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল মেঘ ২৭/১১/২০১৮বেশ জীবনমুখী আবেগী লেখা
-
মনিরুজ্জামান/জীবন ২৬/১১/২০১৮অনন্য
-
কাজী জুবেরী মোস্তাক ২৬/১১/২০১৮আহা ভালোবাসা
-
আব্দুল হক ২৫/১১/২০১৮বেশ লিখেছেন
-
পি পি আলী আকবর ২৫/১১/২০১৮খুব সুন্দর হয়েচহে