হায়রে বৃষ্টি
হায়রে বৃষ্টি মধুর বৃষ্টি,
অন্তরে হয় দোলার সৃষ্টি।
পথ প্রান্তর জল মগ্ন,
কুঁড়ি ফোঁটায় ডাল শুকনো।
এই বৃষ্টির অঝর ধারা,
ঝর ঝর ঝর ছন্দ হারা।
আকাশ তোলে বিকট আওয়াজ,
ঝরছে বৃষ্টি কি সন্ধ্যা সাঝ।
অমরত্ব চায় কি পেতে?
ঝরছে এমন দিনে রাতে!
নগরবাসী গৃহবন্দী,
বৃষ্টি ধারার একি ফন্দি!
শূন্য প্রায় কর্মক্ষেত্র,
বজ্রধ্বনি খোলে নেত্র।
শ্রমিক মজুর আজ অসহায়,
ঘরে বসেই শুধু হায় হায়।
হায়রে বৃষ্টি পাষাণ বৃষ্টি এবার একটু থাম,
অনেক আগেই ধুয়ে গেছে দিন মজুরের ঘাম।
অধিক প্রীতি রুপ নিয়েছে যেন অত্যাচার,
শূন্য গৃহে ভালবাসা জমছে না তাই আর।
অন্তরে হয় দোলার সৃষ্টি।
পথ প্রান্তর জল মগ্ন,
কুঁড়ি ফোঁটায় ডাল শুকনো।
এই বৃষ্টির অঝর ধারা,
ঝর ঝর ঝর ছন্দ হারা।
আকাশ তোলে বিকট আওয়াজ,
ঝরছে বৃষ্টি কি সন্ধ্যা সাঝ।
অমরত্ব চায় কি পেতে?
ঝরছে এমন দিনে রাতে!
নগরবাসী গৃহবন্দী,
বৃষ্টি ধারার একি ফন্দি!
শূন্য প্রায় কর্মক্ষেত্র,
বজ্রধ্বনি খোলে নেত্র।
শ্রমিক মজুর আজ অসহায়,
ঘরে বসেই শুধু হায় হায়।
হায়রে বৃষ্টি পাষাণ বৃষ্টি এবার একটু থাম,
অনেক আগেই ধুয়ে গেছে দিন মজুরের ঘাম।
অধিক প্রীতি রুপ নিয়েছে যেন অত্যাচার,
শূন্য গৃহে ভালবাসা জমছে না তাই আর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৭/০৭/২০১৮অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৭/২০১৮হৃদয় কিনার ছাপিয়ে
দেহ অন্তর কাপিয়ে
ভাংে বুকের আশা
তখন অন্য কোথাও পূর্ণতা পায়
তোমার ভালবাসা।
আঁধার আলোর খেলায়
ভাসিয়ে প্রীতির ভেলায়
সুদূরপানে নিবাস
প্রেমেমগ্ন প্রানে
এলো কেশের ঘ্রানে
হল আমার সরবনাশ -
অলকানন্দা দে ২৫/০৭/২০১৮প্রেমিক শ্রাবণ করতালি যোগে অভিনন্দন জানালো আপনাকে কবি ।আগামীর প্রত্যাশা রইলো। সুখকাব্য পাঠ করলাম ।শুভেচ্ছা রেখে গেলাম।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৭/২০১৮সুন্দর বৃষ্টি-ভাবনা।
-
মোবারক হোসেন ২৫/০৭/২০১৮মন ছোঁযা কবিতা
-
তাওহীদুল ইসলাম ২৫/০৭/২০১৮অসাধারণ বৃষ্টির কবিতায় ছুঁয়েছেন মন.
হয়ে থাকুন চির অম্লান মধুময় জীবন।
ভাল থাকুন পাশেই থাকুন*** ধন্যবাদ