হায়রে বিহঙ্গ
হায়রে বিহঙ্গ আস্থার রঙ্গ,
কি আশায় ছেড়েছ তুমি সৎ সঙ্গ ?
বিহঙ্গ উড়ে চলে ডানা ধরে থাকি ঝুলে,
সকলকে পর করে যারা ছিল তিন কুলে।
স্বস্তির নিঃশ্বাস নিতে চাই বারো মাস,
বিহঙ্গ দিয়েছিল সুখে রাখার আশ্বাস।
পেতে চেয়ে প্রতিকার হারিয়েছি অধিকার,
সবুজ এই স্বর্গে আজ শুধু হাহাকার।
করেছিলে কানাকানি তাই আজ ঘানি টানি,
বুক ফাটা তেষ্টায় আজ জুটছেনা পানি।
আজ কেন রাস্তায় রক্তের স্রোত বয়,
তোমার ঐ অনুসারী কোন সুখে হেসে যায়?
কি তোমার জল্পনা আজ হয়ে গেছে জানা,
ন্যায্য অধিকার চাইলেই তোলো ফণা।
তোমার করা বিধান তুমি করো সম্মান,
অগোচরে ঝরে যায় নিষ্পাপ শত প্রাণ।
তুমি আছো মহাসুখে দেখছে দেশের লোকে,
কত মা নির্ঘুম সন্তান হারা শোকে।
জাতিকে উলঙ্গ করোনা বিহঙ্গ,
দেশটাকে বিক্রির আশা করো ভঙ্গ।
কি আশায় ছেড়েছ তুমি সৎ সঙ্গ ?
বিহঙ্গ উড়ে চলে ডানা ধরে থাকি ঝুলে,
সকলকে পর করে যারা ছিল তিন কুলে।
স্বস্তির নিঃশ্বাস নিতে চাই বারো মাস,
বিহঙ্গ দিয়েছিল সুখে রাখার আশ্বাস।
পেতে চেয়ে প্রতিকার হারিয়েছি অধিকার,
সবুজ এই স্বর্গে আজ শুধু হাহাকার।
করেছিলে কানাকানি তাই আজ ঘানি টানি,
বুক ফাটা তেষ্টায় আজ জুটছেনা পানি।
আজ কেন রাস্তায় রক্তের স্রোত বয়,
তোমার ঐ অনুসারী কোন সুখে হেসে যায়?
কি তোমার জল্পনা আজ হয়ে গেছে জানা,
ন্যায্য অধিকার চাইলেই তোলো ফণা।
তোমার করা বিধান তুমি করো সম্মান,
অগোচরে ঝরে যায় নিষ্পাপ শত প্রাণ।
তুমি আছো মহাসুখে দেখছে দেশের লোকে,
কত মা নির্ঘুম সন্তান হারা শোকে।
জাতিকে উলঙ্গ করোনা বিহঙ্গ,
দেশটাকে বিক্রির আশা করো ভঙ্গ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ০৬/০৮/২০১৮বেশ।
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৮/২০১৮খুব সুন্দর অনুভূতির লেখা।ধন্যবাদ প্রিয় কবিকে।