গুণীদের প্রেরণায়
গুণীদের প্রেরণায়, সামাজিক চেতনায়,
বহুরুপী ভিন্নতা, অদ্ভুদ অভিনয়।
ইচ্ছার প্রহসন, আস্থার নিরসন,
বিবস্ত্র সংঘাতে, আত্মার প্রণোদন।
প্রাণে দুর্ভিক্ষ, নিবেদন সূক্ষ,
নিজেরই অজান্তে, নিজে প্রতিপক্ষ।
পরিতাপ লজ্জায়, ব্যথাতুর শয্যায়,
যুক্তির জল্পনা, দুর্বল সত্ত্বায়।
সাধ নির্লজ্জ, মোহ পরিত্যায্য,
অন্তরে দাবানল, নিভৃতে সহ্য।
স্নেহের প্রতিদান, মনপ্রাণ বলিদান,
কুৎসিত তন্ত্রে, চেতনা মহীয়ান।
জীবন অনাড়ম্বর, অতলের গহ্বর,
লজ্জিত লগ্ন, ধারা অবিনশ্বর।
মাদকতার উচ্ছাস, নিষ্ঠুর নির্যাস,
বন্ধনে বিঘ্ন, কলুসিত উদ্ভাস।
স্তব্ধ আগন্তুক, আত্মারা উৎসুক,
দুর্লভ আনন্দ, উল্লাসী প্রিয়মুখ।
অযাচিত সংশয়, কম্পিত শংকায়,
চেতনাই জাগ্রত, গুণীদের প্রেরণায়।
বহুরুপী ভিন্নতা, অদ্ভুদ অভিনয়।
ইচ্ছার প্রহসন, আস্থার নিরসন,
বিবস্ত্র সংঘাতে, আত্মার প্রণোদন।
প্রাণে দুর্ভিক্ষ, নিবেদন সূক্ষ,
নিজেরই অজান্তে, নিজে প্রতিপক্ষ।
পরিতাপ লজ্জায়, ব্যথাতুর শয্যায়,
যুক্তির জল্পনা, দুর্বল সত্ত্বায়।
সাধ নির্লজ্জ, মোহ পরিত্যায্য,
অন্তরে দাবানল, নিভৃতে সহ্য।
স্নেহের প্রতিদান, মনপ্রাণ বলিদান,
কুৎসিত তন্ত্রে, চেতনা মহীয়ান।
জীবন অনাড়ম্বর, অতলের গহ্বর,
লজ্জিত লগ্ন, ধারা অবিনশ্বর।
মাদকতার উচ্ছাস, নিষ্ঠুর নির্যাস,
বন্ধনে বিঘ্ন, কলুসিত উদ্ভাস।
স্তব্ধ আগন্তুক, আত্মারা উৎসুক,
দুর্লভ আনন্দ, উল্লাসী প্রিয়মুখ।
অযাচিত সংশয়, কম্পিত শংকায়,
চেতনাই জাগ্রত, গুণীদের প্রেরণায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১২/২০১৯অসাম***
-
এহসানুল হক রিফাত ০১/১২/২০১৯খুব ভালো লাগলো
-
আরজু নাসরিন পনি ০১/১২/২০১৯বাহ! সুন্দর কবিতা।