গণতন্ত্রের মন্ত্র
টিকে আছে ক্ষমতায়-
আরো থেকে যেতে চায়!
মুক্তির পথ চেয়ে জনতা,
কে দেশের ভাল চায়?
কে বা দেশ বেঁচে খায়!
দিনে দিনে বেড়ে চলে খরতা।
যারা আছে বিপরীতে-
আশা নিয়ে চেয়ে পথে!
ক্ষমতা পেয়েও পাওয়া হয় না,
দু দলের কোন্দলে-
দেশ যায় রসাতলে!
গণতন্ত্রের মান রয় না।
ঘুমিয়ে প্রশাসন-
ক্ষমতার প্রহসন!
নিষ্পাপ ভোগ করে দণ্ড,
গণতান্ত্রিক দেশ!
এই নিয়ে আছি বেশ!
হিংস্রতা করে সব পণ্ড।
অপরাধ থাকবে
প্রশাসন দেখবে-
এটাইতো হওয়া কথা নিয়মে,
অপরাধী হায়েনা-
কভু সাজা পায় না!
বিবেকটা মরে তাই শরমে।
ক্ষমতার লড়াইয়ে
অহমিকা বড়াইয়ে-
নামের উপর আছে গণতন্ত্র,
জনগণ সুখে রবে-
সেই নীতি কবে হবে?
এই আধারে খুঁজি সেই মন্ত্র।
আরো থেকে যেতে চায়!
মুক্তির পথ চেয়ে জনতা,
কে দেশের ভাল চায়?
কে বা দেশ বেঁচে খায়!
দিনে দিনে বেড়ে চলে খরতা।
যারা আছে বিপরীতে-
আশা নিয়ে চেয়ে পথে!
ক্ষমতা পেয়েও পাওয়া হয় না,
দু দলের কোন্দলে-
দেশ যায় রসাতলে!
গণতন্ত্রের মান রয় না।
ঘুমিয়ে প্রশাসন-
ক্ষমতার প্রহসন!
নিষ্পাপ ভোগ করে দণ্ড,
গণতান্ত্রিক দেশ!
এই নিয়ে আছি বেশ!
হিংস্রতা করে সব পণ্ড।
অপরাধ থাকবে
প্রশাসন দেখবে-
এটাইতো হওয়া কথা নিয়মে,
অপরাধী হায়েনা-
কভু সাজা পায় না!
বিবেকটা মরে তাই শরমে।
ক্ষমতার লড়াইয়ে
অহমিকা বড়াইয়ে-
নামের উপর আছে গণতন্ত্র,
জনগণ সুখে রবে-
সেই নীতি কবে হবে?
এই আধারে খুঁজি সেই মন্ত্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিবকানন্দ সামন্ত (বিশ্বামিত্র ) ১৬/০৮/২০১৮গনতন্ত্রের এটাই দায় -সব দেখেও কিছু না দেখা।ধন্যবাদ ভাবনার।
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৮/২০১৮বেহিসাবী পথ-ভাল লেগেছে। ধন্যবাদ