www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গণতন্ত্রের মন্ত্র

টিকে আছে ক্ষমতায়-
আরো থেকে যেতে চায়!
মুক্তির পথ চেয়ে জনতা,
কে দেশের ভাল চায়?
কে বা দেশ বেঁচে খায়!
দিনে দিনে বেড়ে চলে খরতা।

যারা আছে বিপরীতে-
আশা নিয়ে চেয়ে পথে!
ক্ষমতা পেয়েও পাওয়া হয় না,
দু দলের কোন্দলে-
দেশ যায় রসাতলে!
গণতন্ত্রের মান রয় না।

ঘুমিয়ে প্রশাসন-
ক্ষমতার প্রহসন!
নিষ্পাপ ভোগ করে দণ্ড,
গণতান্ত্রিক দেশ!
এই নিয়ে আছি বেশ!
হিংস্রতা করে সব পণ্ড।

অপরাধ থাকবে
প্রশাসন দেখবে-
এটাইতো হওয়া কথা নিয়মে,
অপরাধী হায়েনা-
কভু সাজা পায় না!
বিবেকটা মরে তাই শরমে।

ক্ষমতার লড়াইয়ে
অহমিকা বড়াইয়ে-
নামের উপর আছে গণতন্ত্র,
জনগণ সুখে রবে-
সেই নীতি কবে হবে?
এই আধারে খুঁজি সেই মন্ত্র।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিবকানন্দ সামন্ত (বিশ্বামিত্র ) ১৬/০৮/২০১৮
    গনতন্ত্রের এটাই দায় -সব দেখেও কিছু না দেখা।ধন্যবাদ ভাবনার।
  • মধু মঙ্গল সিনহা ১৬/০৮/২০১৮
    বেহিসাবী পথ-ভাল লেগেছে। ধন্যবাদ
 
Quantcast