ঘৃণ্য
ঘৃণ্য অযোগ্য, দুরূহ আরোগ্য।
জনমনে শঙ্কা, অপূর্ণ আকাঙ্ক্ষা।
ন্যায় বিলুপ্ত, উৎসাহ সুপ্ত।
পরিণতি নির্মম, ভীতিময় উদ্যম।
প্রত্যয়ী নির্ভীক, আগ্রহী দাম্ভিক।
সহিংস প্রতিবাদ, ধংস সম্পদ।
বিঘ্নতা সম্বল, হৃদয়ে অমঙ্গল।
নিষ্ঠার উদ্ধার, হিংসা পরিহার।
উচিৎ অহিংস, সৃষ্টি সহিংস।
রাষ্ট্রের কর্তা, সুমিষ্ট বার্তা।
সারাক্ষণ শান্তনা, অন্তরে লাঞ্ছনা।
মিথ্যায় পূর্ণ, প্রাণ বিচূর্ণ।
ক্লান্তির সঞ্চয়, গচ্ছিত সংশয়।
পূর্বের বৃদ্ধি, হ্রাসে কার সিদ্ধি?
কৃতিত্ব অর্জন, মহত্ত্ব বর্জন।
প্রতিজ্ঞ কল্যাণ, স্বার্থের বলিদান।
ব্যর্থ সাফল্য, নষ্ট প্রতুল্য।
মেকি সমৃদ্ধি, সারাক্ষণ বৃদ্ধি।
মিথ্যা প্রতিশ্রুতি, সত্যের আত্মাহুতি।
উত্তম ঘৃণ্য,মানুষ অভিন্ন।
জনমনে শঙ্কা, অপূর্ণ আকাঙ্ক্ষা।
ন্যায় বিলুপ্ত, উৎসাহ সুপ্ত।
পরিণতি নির্মম, ভীতিময় উদ্যম।
প্রত্যয়ী নির্ভীক, আগ্রহী দাম্ভিক।
সহিংস প্রতিবাদ, ধংস সম্পদ।
বিঘ্নতা সম্বল, হৃদয়ে অমঙ্গল।
নিষ্ঠার উদ্ধার, হিংসা পরিহার।
উচিৎ অহিংস, সৃষ্টি সহিংস।
রাষ্ট্রের কর্তা, সুমিষ্ট বার্তা।
সারাক্ষণ শান্তনা, অন্তরে লাঞ্ছনা।
মিথ্যায় পূর্ণ, প্রাণ বিচূর্ণ।
ক্লান্তির সঞ্চয়, গচ্ছিত সংশয়।
পূর্বের বৃদ্ধি, হ্রাসে কার সিদ্ধি?
কৃতিত্ব অর্জন, মহত্ত্ব বর্জন।
প্রতিজ্ঞ কল্যাণ, স্বার্থের বলিদান।
ব্যর্থ সাফল্য, নষ্ট প্রতুল্য।
মেকি সমৃদ্ধি, সারাক্ষণ বৃদ্ধি।
মিথ্যা প্রতিশ্রুতি, সত্যের আত্মাহুতি।
উত্তম ঘৃণ্য,মানুষ অভিন্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৫/০৮/২০১৮দারুণ
-
মল্লিকা রায় ০৫/০৮/২০১৮বেশ বেশ ,ভালো থাকুন ।