গেলে আর আসে না
এই শ্বাস টেনে নিলে
পারবে কি ছাড়তে?
ভাঙা ঘর ভাঙা কাঁচ
পারবে না জুড়তে!
থেমে গেলে এই দম
পারবে কি নড়তে?
ভাঙা পা নিয়ে গাছ
পারবে না চড়তে!
পাবে না তাকে আর
নেই যে এ রাতে,
বিরহ দিবে উকি
হাজারো আঘাতে!
যে গেছে ব্যথা দিয়ে
পারবে না ভুলতে,
যার তরে সুখ পাও
বাঁধা তারে তুলতে।
আসে যায় আসে যায়
যায় আর আসে না,
হারানোর ব্যথা কেউ
কোন দিন ভোলে না।
পারবে কি ছাড়তে?
ভাঙা ঘর ভাঙা কাঁচ
পারবে না জুড়তে!
থেমে গেলে এই দম
পারবে কি নড়তে?
ভাঙা পা নিয়ে গাছ
পারবে না চড়তে!
পাবে না তাকে আর
নেই যে এ রাতে,
বিরহ দিবে উকি
হাজারো আঘাতে!
যে গেছে ব্যথা দিয়ে
পারবে না ভুলতে,
যার তরে সুখ পাও
বাঁধা তারে তুলতে।
আসে যায় আসে যায়
যায় আর আসে না,
হারানোর ব্যথা কেউ
কোন দিন ভোলে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১০/২০১৮ভালো লাগলো।