ফিরে যাও
প্রয়োজন ছিল যখন সাড়া দাওনি তখন,
এখন কেন এসেছো পেতে এই হৃদয়ে আসন!
কত বৃষ্টিতে ভিজে সয়েছি কত রোদ,
তোমার কারণে ভেঙেছি শত হৃদয়ের অবরোধ।
নিজের মতন করে সাজিয়ে জীবনটারে,
দুঃখের সাথে সাজাই বাসর আমি একলা ঘরে!
নিঃশ্বাস আজো চলে যেন মৃত্যুর কোলে,
এসেছো এখন ঝড়ের মতন হয়তো বা পথ ভূলে।
প্রতিবাদী আমি নই হাজার যাতনা সই,
সঙ্গী বিহনে দুঃখের দহনে ব্যাথার বোঝা বই!
হয়তো ছিলে সুখে অন্য কারো বুকে,
নিরুপায় হয়ে এসেছো ফিরে পোড়াতে আমাকে।
আর নই সেই আমি ঠিকানায় ফেরো তুমি,
অন্য কারো পথ চেয়ে থাকা আমার চেয়ে দামী।
যদি আসে চোখে জল পাবে তার ফলাফল,
অতীতের যত স্মৃতি রয়েছে অন্তরে দিবে বল।
আমি আমার মতন রয়েছি বেঁচে এখন,
ফুরিয়ে গেছে আমার কাছে সুখের প্রয়োজন!
নিভিয়ে দিয়েছি বাতি ফিরে যাও তুমি সাথী,
মরণের স্বাদ নিয়ে জীবনের ব্যাথার মালা গাথি।
এখন কেন এসেছো পেতে এই হৃদয়ে আসন!
কত বৃষ্টিতে ভিজে সয়েছি কত রোদ,
তোমার কারণে ভেঙেছি শত হৃদয়ের অবরোধ।
নিজের মতন করে সাজিয়ে জীবনটারে,
দুঃখের সাথে সাজাই বাসর আমি একলা ঘরে!
নিঃশ্বাস আজো চলে যেন মৃত্যুর কোলে,
এসেছো এখন ঝড়ের মতন হয়তো বা পথ ভূলে।
প্রতিবাদী আমি নই হাজার যাতনা সই,
সঙ্গী বিহনে দুঃখের দহনে ব্যাথার বোঝা বই!
হয়তো ছিলে সুখে অন্য কারো বুকে,
নিরুপায় হয়ে এসেছো ফিরে পোড়াতে আমাকে।
আর নই সেই আমি ঠিকানায় ফেরো তুমি,
অন্য কারো পথ চেয়ে থাকা আমার চেয়ে দামী।
যদি আসে চোখে জল পাবে তার ফলাফল,
অতীতের যত স্মৃতি রয়েছে অন্তরে দিবে বল।
আমি আমার মতন রয়েছি বেঁচে এখন,
ফুরিয়ে গেছে আমার কাছে সুখের প্রয়োজন!
নিভিয়ে দিয়েছি বাতি ফিরে যাও তুমি সাথী,
মরণের স্বাদ নিয়ে জীবনের ব্যাথার মালা গাথি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০১/০৬/২০১৮নিয়মিত লিখার জন্য ধন্যবাদ!
-
শাফিউল কায়েস ০১/০৬/২০১৮প্রিয়' রা সাধারণত এমনি হয়।।।
অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে,
স্বাগতম কবি।। -
সাইয়িদ রফিকুল হক ০১/০৬/২০১৮বেদনাহত হৃদয়ের আর্তি!
-
তরুণ কান্তি ০১/০৬/২০১৮খুবই বেদনা ভরা বিরহের করুণ কবিতা।