ফাল্গুনী হাওয়া
ফুলে ফুলে সেজেছে বাংলার প্রান্ত,
কোকিলেরা বলছে এসেছে বসন্ত।
হলুদ গাদায় ভরা ধরা অফুরন্ত,
হলুদ শাড়ীতে যুবা রূপসী অনন্ত।
আকাশ বাতাস জুড়ে ফাগুণের উৎসব,
সুখের পরশ পেতে পীয়াসার কলরব।
দখিনা বাতাসে হলো সেই সুখ অনুভব,
এসেছে এসেছে আজ ফাগুণ মহানুভব।
পাখ পাখালির আজ উৎসব আয়োজন,
আনন্দে সজ্জিত মিটাতে প্রয়োজন।
উর্বশী ফুল জুড়ে ভ্রমরের গুঞ্জন,
আজ জোড়া লেগে যাবে সব ছেড়া বন্ধন।
সবে আজ দিয়ে দিবে হয়েছে যা সঞ্চয়,
ফাগুণের শুরুতে বুক ভরা প্রত্যয়।
হোক না এই দিনে হোক কিছু অপচয়,
ক্ষতি নেই সব সপে যদি সুখ পাওয়া যায়।
মরি আহা সুখে মরি ফাল্গুনে আহারে,
ভুবন কানন জুড়ে পুষ্পের বাহারে।
এই দিনে যদি কাছে পেয়ে যাও তাহারে,
বসন্তে মুড়ে দিও ফাল্গুনী হাওয়ারে।
কোকিলেরা বলছে এসেছে বসন্ত।
হলুদ গাদায় ভরা ধরা অফুরন্ত,
হলুদ শাড়ীতে যুবা রূপসী অনন্ত।
আকাশ বাতাস জুড়ে ফাগুণের উৎসব,
সুখের পরশ পেতে পীয়াসার কলরব।
দখিনা বাতাসে হলো সেই সুখ অনুভব,
এসেছে এসেছে আজ ফাগুণ মহানুভব।
পাখ পাখালির আজ উৎসব আয়োজন,
আনন্দে সজ্জিত মিটাতে প্রয়োজন।
উর্বশী ফুল জুড়ে ভ্রমরের গুঞ্জন,
আজ জোড়া লেগে যাবে সব ছেড়া বন্ধন।
সবে আজ দিয়ে দিবে হয়েছে যা সঞ্চয়,
ফাগুণের শুরুতে বুক ভরা প্রত্যয়।
হোক না এই দিনে হোক কিছু অপচয়,
ক্ষতি নেই সব সপে যদি সুখ পাওয়া যায়।
মরি আহা সুখে মরি ফাল্গুনে আহারে,
ভুবন কানন জুড়ে পুষ্পের বাহারে।
এই দিনে যদি কাছে পেয়ে যাও তাহারে,
বসন্তে মুড়ে দিও ফাল্গুনী হাওয়ারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০২/২০১৯ভালো।