এসো বাস্তব সত্ত্বায়
কল্পনা ছেড়ে এসো বাস্তব সত্ত্বায়,
মহা উম্মাদনায় আছো মিশে আত্মায়।
লাঞ্ছনা সয়ে সয়ে, সয়ে জ্বালা যন্ত্রণা,
প্রাণপণ সারাক্ষণ তুমি তুমি কল্পনা।
দূরে দূরে থেকে থেকে শুধু করা পরিতাপ,
ও মনের গভীরতা করিনি তো পরিমাপ।
তৃষিত এ অন্তরে কল্পিত সজ্জা,
স্বপ্নতে ভেঙে দাও সব লাজ লজ্জা।
হৃদয়ের গভীরে ভাবনার উত্থান,
সারাক্ষণ শুন্যতায় আত্মার ক্রন্দন!
এ তোমার আশীর্বাদ? নাকি কোনো অভিশাপ?
অতল গহীনে ফেলে তুমি তো নিরুত্তাপ!
স্বপ্ন যে কি কারনে এত সুমধুর হয়,
যদিও তা ক্ষনিকের দীর্ঘস্থায়ী নয়।
উড়ন্ত মেঘ হয়ে এসো খোলা আকাশে,
আবদ্ধ করে রাখো প্রেমময় আবেশে।
সুখ সন্ধানী এই বর্নীল ভূবনে,
অন্তরে গেঁথে রাখো প্রেম দিয়ে যতনে।
আপনের আপন করো বিশ্বাস আস্থায়,
কল্পনা ছেড়ে এসো বাস্তব সত্ত্বায়।
মহা উম্মাদনায় আছো মিশে আত্মায়।
লাঞ্ছনা সয়ে সয়ে, সয়ে জ্বালা যন্ত্রণা,
প্রাণপণ সারাক্ষণ তুমি তুমি কল্পনা।
দূরে দূরে থেকে থেকে শুধু করা পরিতাপ,
ও মনের গভীরতা করিনি তো পরিমাপ।
তৃষিত এ অন্তরে কল্পিত সজ্জা,
স্বপ্নতে ভেঙে দাও সব লাজ লজ্জা।
হৃদয়ের গভীরে ভাবনার উত্থান,
সারাক্ষণ শুন্যতায় আত্মার ক্রন্দন!
এ তোমার আশীর্বাদ? নাকি কোনো অভিশাপ?
অতল গহীনে ফেলে তুমি তো নিরুত্তাপ!
স্বপ্ন যে কি কারনে এত সুমধুর হয়,
যদিও তা ক্ষনিকের দীর্ঘস্থায়ী নয়।
উড়ন্ত মেঘ হয়ে এসো খোলা আকাশে,
আবদ্ধ করে রাখো প্রেমময় আবেশে।
সুখ সন্ধানী এই বর্নীল ভূবনে,
অন্তরে গেঁথে রাখো প্রেম দিয়ে যতনে।
আপনের আপন করো বিশ্বাস আস্থায়,
কল্পনা ছেড়ে এসো বাস্তব সত্ত্বায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন এস এম মঈনুল হাসান সজল ১৪/০৯/২০১৯স্বপ্ন আছে যার সুখ তার অধিকার
-
বিশ্বামিত্র ১০/০৯/২০১৯সত্যই বাস্তবই জীবনের সব।অনুভূতির তারিফ করতে হয়। কবিকে ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৯/২০১৯ভালো।