এসেছি কি খুঁজতে
তোমাদের লোকালয়ে এসেছি কি খুঁজতে?
এখানে নেই কিছু পারিনি তা বুঝতে।
ভুল করে কিভাবে যেন চলে এসেছি,
সব কিছু হারিয়ে অশ্রুতে ভেসেছি!
তোমাদের সমাজে অতি লোভী সকলে,
অন্যের ঘর ভেঙ্গে সুখ পায় আড়ালে।
অন্যের শান্তি হননের চেষ্টায়,
মিথ্যাকে সকলেই আশ্রয় দিয়ে যায়।
প্রাণ নিয়ে খেলা করা তোমাদের অভ্যাস,
আইন আর প্রশাসন অর্থের ক্রীতদাস।
যার যত অপরাধ তার তত সম্মান,
ইজ্জত বেঁচে গাঁয় সাম্যের জয় গান।
ভূয়া সনদের বলে খুজে নেয় চাকরী,
গর্ভের সন্তান কেউ করে বিক্রি।
তোমাদের ডাক্তার প্রকাশ্যে চাঁদা নেয়,
টাকা হলে খুন করে নিস্তার পাওয়া যায়।
নির্বাক হয়ে ভাবি কেন আমি এখানে?
লজ্জায় মরে যাই চোখ মেলি যেখানে!
তোমাদের সমাজে পারছি না মিশতে,
আজো জানা হলনা এসেছি কি খুঁজতে।
এখানে নেই কিছু পারিনি তা বুঝতে।
ভুল করে কিভাবে যেন চলে এসেছি,
সব কিছু হারিয়ে অশ্রুতে ভেসেছি!
তোমাদের সমাজে অতি লোভী সকলে,
অন্যের ঘর ভেঙ্গে সুখ পায় আড়ালে।
অন্যের শান্তি হননের চেষ্টায়,
মিথ্যাকে সকলেই আশ্রয় দিয়ে যায়।
প্রাণ নিয়ে খেলা করা তোমাদের অভ্যাস,
আইন আর প্রশাসন অর্থের ক্রীতদাস।
যার যত অপরাধ তার তত সম্মান,
ইজ্জত বেঁচে গাঁয় সাম্যের জয় গান।
ভূয়া সনদের বলে খুজে নেয় চাকরী,
গর্ভের সন্তান কেউ করে বিক্রি।
তোমাদের ডাক্তার প্রকাশ্যে চাঁদা নেয়,
টাকা হলে খুন করে নিস্তার পাওয়া যায়।
নির্বাক হয়ে ভাবি কেন আমি এখানে?
লজ্জায় মরে যাই চোখ মেলি যেখানে!
তোমাদের সমাজে পারছি না মিশতে,
আজো জানা হলনা এসেছি কি খুঁজতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ১০/০৬/২০১৮বাস্তবমুখী লেখা।সমাজের সমস্ত অসঙ্গতি উঠে আসছে আপনার কবিতায়।দারুন।
-
পবিত্র চক্রবর্তী ১০/০৬/২০১৮বক্তব্য পরিষ্কার । কিন্তু একটা কথা বলার আছে , আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে এবং আমাদেরই তা সমাধান করতে হবে । তাই কবিতায় কেবল সমস্যা নয় বরং এর জন্য সমাধান তথা আশা বাদের কথাও তুলে ধরতে হবে । ।
-
এম এম হোসেন ১০/০৬/২০১৮সুন্দর