এমন বন্ধু চাই
আমার এমন বন্ধু চাই, যার মনে হিংসা নাই,
এমন আপন হবে, যেন মায়ের পেটের ভাই।
বুঝবে আমার প্রাণের ব্যথা, বলবে খুলে মনের কথা,
তার পরিচ্ছন্ন মনে, নেই মিথ্যা আদিখ্যেতা।
দেখলে অন্যায় অপরাধ, সে করবে প্রতিবাদ,
যাকে পেলে নিজের কাছে, দূর হবে অবসাদ।
যে মানুষ ভালোবাসে, দু হাত ভরে করে দান,
সৃষ্টিকর্তার প্রার্থনায়, কাঁদে সে মানুষটার প্রাণ।
করে বড়দের সম্মান, আর ছোটদের আদর,
দরিদ্রদের ভালোবাসে, করে অধিক সমাদর।
যার মনে ঘৃণা নাই, আছে শুধু ভালোবাসা,
যে পর হবেনা কভু, তুফান এলেও সর্বনাশা।
সে নয়তো স্বার্থপর, আলোয় ভরবে সবার ঘর,
সদা দেশ ও দশের সেবায়, নিয়োজিত নিরন্তর।
দুঃখ চেপে হাসতে জানে, সুখের বার্তা বয়ে আনে,
জ্ঞান আর বুদ্ধিমত্তার জোরে, তার বিচরণ সবখানে।
তার পরিচ্ছন্ন মন, আর সততা তার ধন,
সে পরের জন্য পারে, দিতে জীবন বিসর্জন।
সবার মুখে হাসি ফুঁটায়, আর নিজের খুশী বিলায়,
তাকে পেলে মনে হবে, হল নতুন রবির উদয়।
সে মিথ্যা ঘৃণা করে, প্রাণে রাখে সত্য ভরে,
তার নম্রতাকে দেখে, আকাশ লক্ষ তাঁরায় ভরে।
তার বিদ্যা শিক্ষা অনেক, নেই বিন্দু অহংকার,
মেধা বুদ্ধি নিষ্ঠা বিবেক, আর আত্মা পরিষ্কার।
সে সবার কথা শোনে, সবার আদুরে সৎ গুণে,
জ্ঞান অর্জনে সচেষ্ট, কথা বলে বুঝে শুনে।
সব খানেই খুঁজে যাই, যার অহমিকা নাই,
সুখের সুখী দুঃখের দুঃখী, এমন বন্ধু চাই।
এমন আপন হবে, যেন মায়ের পেটের ভাই।
বুঝবে আমার প্রাণের ব্যথা, বলবে খুলে মনের কথা,
তার পরিচ্ছন্ন মনে, নেই মিথ্যা আদিখ্যেতা।
দেখলে অন্যায় অপরাধ, সে করবে প্রতিবাদ,
যাকে পেলে নিজের কাছে, দূর হবে অবসাদ।
যে মানুষ ভালোবাসে, দু হাত ভরে করে দান,
সৃষ্টিকর্তার প্রার্থনায়, কাঁদে সে মানুষটার প্রাণ।
করে বড়দের সম্মান, আর ছোটদের আদর,
দরিদ্রদের ভালোবাসে, করে অধিক সমাদর।
যার মনে ঘৃণা নাই, আছে শুধু ভালোবাসা,
যে পর হবেনা কভু, তুফান এলেও সর্বনাশা।
সে নয়তো স্বার্থপর, আলোয় ভরবে সবার ঘর,
সদা দেশ ও দশের সেবায়, নিয়োজিত নিরন্তর।
দুঃখ চেপে হাসতে জানে, সুখের বার্তা বয়ে আনে,
জ্ঞান আর বুদ্ধিমত্তার জোরে, তার বিচরণ সবখানে।
তার পরিচ্ছন্ন মন, আর সততা তার ধন,
সে পরের জন্য পারে, দিতে জীবন বিসর্জন।
সবার মুখে হাসি ফুঁটায়, আর নিজের খুশী বিলায়,
তাকে পেলে মনে হবে, হল নতুন রবির উদয়।
সে মিথ্যা ঘৃণা করে, প্রাণে রাখে সত্য ভরে,
তার নম্রতাকে দেখে, আকাশ লক্ষ তাঁরায় ভরে।
তার বিদ্যা শিক্ষা অনেক, নেই বিন্দু অহংকার,
মেধা বুদ্ধি নিষ্ঠা বিবেক, আর আত্মা পরিষ্কার।
সে সবার কথা শোনে, সবার আদুরে সৎ গুণে,
জ্ঞান অর্জনে সচেষ্ট, কথা বলে বুঝে শুনে।
সব খানেই খুঁজে যাই, যার অহমিকা নাই,
সুখের সুখী দুঃখের দুঃখী, এমন বন্ধু চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১৩/০৫/২০১৯সুন্দর ভাবের প্রকাশ
-
নাসরীন আক্তার রুবি ১০/০৫/২০১৯চমৎকার ভাবের প্রকাশ
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৫/২০১৯ভালো।
-
শেখ সাদী মারজান ০৯/০৫/২০১৯সুন্দর ভাবনা
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ০৯/০৫/২০১৯বেশ লাগলো👌