একুশের নীরবতা
চাঁদ আজ নীরব স্থির
পৃথিবী যেন অঘূর্ণায়মান,
সূর্যালোক নির্বিদায়ী স্তব্ধ
করছে সবাই পালন
একুশের নীরবতা।
মহাবিশ্বের প্রতিটা গ্রহে নক্ষত্রে
নিশ্চয়ই পৌঁছেছে এতদিনে
সেদিনের লোমহর্ষক কাহিনী।
বুলেটে ঝাঁজরা যুবকের বুক
রক্তাক্ত রাজপথ
পার্থিব আবহাওয়ায়
বেদনাসিক্ত হাহাকার।
দূর দিগন্তে বেদনার করুন ছাপ
আনন্দ উচ্ছাসতা বহুদূরে
আলস্য কাঁটায় গতিরোধ
প্রবল বেগে প্রবাহিত মহাসাগর
আকর্ষণ পেরিয়ে উত্তালতার ছন্দে
মেঘকে জানায় নিমন্ত্রণ।
সৈকতের পদছাপের ফাঁকে
জমে থাকা সামান্য জলে
ধোবে শহীদের রক্ত?
প্রশ্ন করি হিমালয়কে
জবাবে শুধু প্রশ্নই আসে ফিরে।
কথামালা নীরব আজ
নিশ্চুপতায় আচ্ছন্ন প্রকৃতি
স্মরণে সকলের একুশের শোকগাথা
হয়তো নিজেও নীরব
একুশের নীরবতা।
পৃথিবী যেন অঘূর্ণায়মান,
সূর্যালোক নির্বিদায়ী স্তব্ধ
করছে সবাই পালন
একুশের নীরবতা।
মহাবিশ্বের প্রতিটা গ্রহে নক্ষত্রে
নিশ্চয়ই পৌঁছেছে এতদিনে
সেদিনের লোমহর্ষক কাহিনী।
বুলেটে ঝাঁজরা যুবকের বুক
রক্তাক্ত রাজপথ
পার্থিব আবহাওয়ায়
বেদনাসিক্ত হাহাকার।
দূর দিগন্তে বেদনার করুন ছাপ
আনন্দ উচ্ছাসতা বহুদূরে
আলস্য কাঁটায় গতিরোধ
প্রবল বেগে প্রবাহিত মহাসাগর
আকর্ষণ পেরিয়ে উত্তালতার ছন্দে
মেঘকে জানায় নিমন্ত্রণ।
সৈকতের পদছাপের ফাঁকে
জমে থাকা সামান্য জলে
ধোবে শহীদের রক্ত?
প্রশ্ন করি হিমালয়কে
জবাবে শুধু প্রশ্নই আসে ফিরে।
কথামালা নীরব আজ
নিশ্চুপতায় আচ্ছন্ন প্রকৃতি
স্মরণে সকলের একুশের শোকগাথা
হয়তো নিজেও নীরব
একুশের নীরবতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জহির উদ্দিন তিতাস ০৬/০৪/২০১৮অসধারণ কবিতা, ধন্যবাদ প্রিয় কবি।