www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা হৃদয় খালি

আকাংখা জাগল দারুন
আলিঙ্গনের সুপ্ত আভাষ
অজুহাতের বহিঃপ্রকাশ
মুহূর্ত করল করুণ।

দিলাম অনেক সময়
হঠাৎ করে অচেনা জন
এক বিছানায় রাত্রি যাপন
শরীর জুড়ে দুর্বলতা
হৃদয় ভরা আড়ষ্ঠতা
কখনও বা উপস্থিত হয়
লজ্জা কিংবা ভয়।

যাচ্ছে চলে বছর
কোথায় সোহাগ আদর
আচরণে মানুষটাকে
যন্ত্র মনে হয়।

শোনাই কত গুজব
শুনে যায় কান পেতে
নিজের খেয়াল খুশীতে সে
মত্ত দিনে রাতে।
টেলিফোনে আড্ডা বাজি
জানি না কার সাথে
ব্যপারটা যে আজব।

এমনি একটা দিনে
নিলাম তাকে চিনে
পরিবারের চাপে
দুঃখে পরিতাপে
ছেড়েছিল সে ঘর
আপনজনের খোঁজে
অজুহাতের সাঁজে
সামাজিকতার স্বীকৃতি
তাই করেছে পর।

ফুটল প্রাণে বুলি
পড়ে গেছে দিনটা এমন
ভাব হয়ে যায় যখন তখন
পরিণত হবার আগে
কেমনে তাঁদের সঙ্গী লাগে?
তারপর গেছে অনেক বছর
নিয়েছি হাজার মনের খবর
জানি না কেমনে সবাই নিল
একই চরণের ধূলি
জগৎ ঘুরে পাইনি আজো
একটা হৃদয় খালি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ১৪/০৪/২০১৮
    সুন্দর হয়েছে
 
Quantcast