একলা জীবন
কেউ কোন দিন বলেনি তো
হাতটা আমার ধরো,
সব কিছুকে দূরে ঠেলে
আমায় আপন করো।
কিংবা কেহ বলেনি গো
তাকিয়ে আমার চোখে,
সারা জীবন কাটিয়ে দাও
নিজের ভুবন দেখে।
অথবা কেউ আসেনি রে
নিবিড় ছোঁয়া দিতে,
স্পর্শ করে দেহে প্রাণে
শিহরণ জাগাতে।
হয়নি কারো খোপায় গোঁজা
আমার প্রেমের ফুল,
হয়তো আমার এ ভাগ্যতে
সুযোগ অপ্রতূল!
ব্যাথায় পাথর কেউ মমতায়
মোমের মত গলে,
দুঃখ সুখের মাঝে একলা
জীবন বয়ে চলে।
হাতটা আমার ধরো,
সব কিছুকে দূরে ঠেলে
আমায় আপন করো।
কিংবা কেহ বলেনি গো
তাকিয়ে আমার চোখে,
সারা জীবন কাটিয়ে দাও
নিজের ভুবন দেখে।
অথবা কেউ আসেনি রে
নিবিড় ছোঁয়া দিতে,
স্পর্শ করে দেহে প্রাণে
শিহরণ জাগাতে।
হয়নি কারো খোপায় গোঁজা
আমার প্রেমের ফুল,
হয়তো আমার এ ভাগ্যতে
সুযোগ অপ্রতূল!
ব্যাথায় পাথর কেউ মমতায়
মোমের মত গলে,
দুঃখ সুখের মাঝে একলা
জীবন বয়ে চলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২০/১১/২০১৮সুন্দর কবিতা
-
একনিষ্ঠ অনুগত ২০/১১/২০১৮ভালো লাগলো।।