একাকীত্বের আঁধারে
তোমার স্নিগ্ধতায় তোমার সুবাসে
যেন আসে আমার প্রতিটা সকাল।
তোমার মধুর পরশে যাদুর ছোঁয়ায়
শুরু হয় যেন আমার প্রতিটা রাত।
ক্লান্তির কাছে আত্মসমর্পণ করে
আঁধারের আড়ালে নিজেকে ঢাকে সূর্য।
আলোকিত জীবনে অন্ধকার নেমে আসে
তেমনই যেন তোমার শুন্যতায়।
মুক্ত আকাশে ডানা মেলে পাখীরা ওড়ে
শুন্যে নিজের আনন্দে হারায় দিগন্তে।
তোমার ভাবনার গভীরে আমার স্বপ্নেরা হারায়
তখনও আমি বলতে পারিনি তোমায়।
ভাবনার দুয়ার ভেঙে বাস্তব আমার হৃদয়ে
উদারতা নিয়ে ঠাঁই নাও তুমি প্রিয়তমা।
আমি চাইনা আর এই একাকীত্বের আঁধারে
তৃষ্ণার্ত আমাকে এভাবে লুকিয়ে রাখতে।
তোমার মহনীয়তায় ধন্য করতে চাই
আমার শুন্যতায় ভরা অতৃপ্ত হৃদয়।
তুমি এসো সেই স্নিগ্ধতা নিয়ে
যার সুবাসে ছুটে আসে ওলি ফুলের বুকে।
যেন আসে আমার প্রতিটা সকাল।
তোমার মধুর পরশে যাদুর ছোঁয়ায়
শুরু হয় যেন আমার প্রতিটা রাত।
ক্লান্তির কাছে আত্মসমর্পণ করে
আঁধারের আড়ালে নিজেকে ঢাকে সূর্য।
আলোকিত জীবনে অন্ধকার নেমে আসে
তেমনই যেন তোমার শুন্যতায়।
মুক্ত আকাশে ডানা মেলে পাখীরা ওড়ে
শুন্যে নিজের আনন্দে হারায় দিগন্তে।
তোমার ভাবনার গভীরে আমার স্বপ্নেরা হারায়
তখনও আমি বলতে পারিনি তোমায়।
ভাবনার দুয়ার ভেঙে বাস্তব আমার হৃদয়ে
উদারতা নিয়ে ঠাঁই নাও তুমি প্রিয়তমা।
আমি চাইনা আর এই একাকীত্বের আঁধারে
তৃষ্ণার্ত আমাকে এভাবে লুকিয়ে রাখতে।
তোমার মহনীয়তায় ধন্য করতে চাই
আমার শুন্যতায় ভরা অতৃপ্ত হৃদয়।
তুমি এসো সেই স্নিগ্ধতা নিয়ে
যার সুবাসে ছুটে আসে ওলি ফুলের বুকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ৩০/০৫/২০১৮চমৎকার অনুভূতি।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৫/২০১৮ওহ! দারুণ থিম..........
-
পবিত্র চক্রবর্তী ৩০/০৫/২০১৮ছোঁয়ায় , ঠাঁই শব্দ দুটি ছাড়া বাকী বানান ঠিক আছে । মোহনিয়তা শব্দের অর্থ কি ?