এক ফোঁটা অশ্রু
এক ফোঁটা জল দাও এ চোখে তুলেছি দুটি হাত,
কবুল করো মূর্খ অধম বান্দার মোনাজাত।
নির্বোধ আমি করে ফেলেছি পাহাড় সমান পাপ,
মহীয়ান তুমি শ্রেষ্ঠ প্রভু করে দাও মোরে মাফ।
আমার সীমার প্রাণে জাগাও পরকালের ভয়,
জানি আমার অশেষ গুনাহ ক্ষমার যোগ্য নয়।
খেয়ানত করেছি কতো অফুরান সে ঋণ,
সেই হিসাব চেওনা প্রভু রোজ হাসরের দিন।
আমার দিলে খোদা তুমি মারিওনা মোহর,
এই দু চোখে জল এনে দাও তুমি নৈশ প্রহর।
অধম আমি নফসের উপর করেছি অত্যাচার,
তওবা করছি খাছ দিলে পাপ করবো না গো আর।
তুমি আল্লাহ্ দয়ার সাগর পাথর হৃদয় আমার,
নরম কোমল শীতল করো নেবার আগে কবর।
সকল গুনাহ মাফ করে দাও বানাও খাঁটি মুমিন,
এই চোখে জল দাও এনে দাও আল্লাহুম্মা আমীন।
ক্ষমা করার ক্ষমতা তো একমাত্র তোমার,
তোমার মাবুদ অজানা নয় ভুলের স্বভাব আমার।
কুরআনের আয়াতে করো আমার অন্তর শীতল,
মোনাজাতের সময় আমার চোখ ভরে দাও জল।
কবুল করো মূর্খ অধম বান্দার মোনাজাত।
নির্বোধ আমি করে ফেলেছি পাহাড় সমান পাপ,
মহীয়ান তুমি শ্রেষ্ঠ প্রভু করে দাও মোরে মাফ।
আমার সীমার প্রাণে জাগাও পরকালের ভয়,
জানি আমার অশেষ গুনাহ ক্ষমার যোগ্য নয়।
খেয়ানত করেছি কতো অফুরান সে ঋণ,
সেই হিসাব চেওনা প্রভু রোজ হাসরের দিন।
আমার দিলে খোদা তুমি মারিওনা মোহর,
এই দু চোখে জল এনে দাও তুমি নৈশ প্রহর।
অধম আমি নফসের উপর করেছি অত্যাচার,
তওবা করছি খাছ দিলে পাপ করবো না গো আর।
তুমি আল্লাহ্ দয়ার সাগর পাথর হৃদয় আমার,
নরম কোমল শীতল করো নেবার আগে কবর।
সকল গুনাহ মাফ করে দাও বানাও খাঁটি মুমিন,
এই চোখে জল দাও এনে দাও আল্লাহুম্মা আমীন।
ক্ষমা করার ক্ষমতা তো একমাত্র তোমার,
তোমার মাবুদ অজানা নয় ভুলের স্বভাব আমার।
কুরআনের আয়াতে করো আমার অন্তর শীতল,
মোনাজাতের সময় আমার চোখ ভরে দাও জল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০২/২০১৯দারুণ চাওয়া। কবুল হোক।
-
শামিম ইশতিয়াক ১৭/০২/২০১৯বাহ
-
মুন্সি আব্দুল কাদির ১৭/০২/২০১৯ভসল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০২/২০১৯বেশ!