ঈদের দিনে
মন বলে বার বার,
ভাবার দায়িত্ব কার?
ঈদের দিনের এত খুশী
শুধু তোমার আর আমার?
দুঃখে কষ্টে মানুষ যারা,
দু বেলা খাবার পায়না তারা।
ঈদ কি তারা বোঝেই না,
জীবন যুদ্ধে পাগল পারা।
আছে যারা পথের পাশে,
দৈন্য তাদের ঘরে হাসে।
তোমার আমার ছেড়া নোটে,
ওদের ঘরের শিশু হাসে।
ভাবলে সবাই গভীর ভাবে,
একটু ওরা স্বস্তি পাবে।
মানুষের প্রতি মমতা বোধ,
সবার মনে উদয় হবে।
আজকে খুশির ঈদের দিনে,
নিজের জন্যে অল্প কিনে।
কিছু ওদের বিলিয়ে দিই,
দানের মাঝের খুশী চিনে।
ভাবার দায়িত্ব কার?
ঈদের দিনের এত খুশী
শুধু তোমার আর আমার?
দুঃখে কষ্টে মানুষ যারা,
দু বেলা খাবার পায়না তারা।
ঈদ কি তারা বোঝেই না,
জীবন যুদ্ধে পাগল পারা।
আছে যারা পথের পাশে,
দৈন্য তাদের ঘরে হাসে।
তোমার আমার ছেড়া নোটে,
ওদের ঘরের শিশু হাসে।
ভাবলে সবাই গভীর ভাবে,
একটু ওরা স্বস্তি পাবে।
মানুষের প্রতি মমতা বোধ,
সবার মনে উদয় হবে।
আজকে খুশির ঈদের দিনে,
নিজের জন্যে অল্প কিনে।
কিছু ওদের বিলিয়ে দিই,
দানের মাঝের খুশী চিনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৬/২০১৮দারুণ .............
-
রহিমুল্লাহ শরিফ ০৩/০৬/২০১৮সুন্দর ছড়া
-
আব্দুল হক ০৩/০৬/২০১৮বেশ ভালো, ধন্য মনে হল!