এই জীবন
জীবন কখনো থেকে থাকেনি
মন্দ থাকার জন্য,
হয়তো যাপন করতে গিয়ে
কেউ হয়েছে পণ্য।
হয়তো কারো ঘর ভেঙেছে
দায় হয়েছে বাঁচা,
তবুও প্রাণ চায়নি ছাড়তে
আপন সোনার খাঁচা।
ধন্য সপেছে মান সপেছে
কেউ সপেছে প্রাণ,
কেউ গেয়েছে জীবন নিয়ে
স্বপ্ন ভাঙার গান।
মনি মুক্তোয় মুড়ে থেকেও
কেঁদেছে কেউ দুঃখে,
ছেড়া কাথায় অনাহারে
কেউ হেসেছে সুখে।
চলমান এই জীবন যখন
শেষ প্রান্তে দাঁড়ায়,
অনন্ত এক নতুন জীবন
সানন্দে হাত বাড়ায়।
মন্দ থাকার জন্য,
হয়তো যাপন করতে গিয়ে
কেউ হয়েছে পণ্য।
হয়তো কারো ঘর ভেঙেছে
দায় হয়েছে বাঁচা,
তবুও প্রাণ চায়নি ছাড়তে
আপন সোনার খাঁচা।
ধন্য সপেছে মান সপেছে
কেউ সপেছে প্রাণ,
কেউ গেয়েছে জীবন নিয়ে
স্বপ্ন ভাঙার গান।
মনি মুক্তোয় মুড়ে থেকেও
কেঁদেছে কেউ দুঃখে,
ছেড়া কাথায় অনাহারে
কেউ হেসেছে সুখে।
চলমান এই জীবন যখন
শেষ প্রান্তে দাঁড়ায়,
অনন্ত এক নতুন জীবন
সানন্দে হাত বাড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন মিত্র ১৭/১১/২০১৮ভালো লাগলো। প্রথম স্তবকে প্রথম লাইনে কি "জীবন কখনো থেমে থাকেনি" হবে?
-
মনিরুজ্জামান/জীবন ১৭/১১/২০১৮অনেক ভালো লাগলো
-
রাহুল শীল(হুসবসার) ১৬/১১/২০১৮বাহ্
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১১/২০১৮ভালো।