এই বসন্তে
হবেই দেখা এই বসন্তে
জমবে খাতির বেশ,
দুজন মিলে সুখের রাজ্যে
হব নিরুদ্দেশ।
বাগান ভরা সুগন্ধি ফুল
থাকবে সেথায় ফুটে,
সেই সুগন্ধে মাতাল ভ্রমর
নিত্য আসবে ছুটে।
ওই কোকিলের মিষ্টি সূরে
বইবে মৃদু হাওয়া,
সেইনা হাওয়ার ভেলায় চড়ে
তোমার আসা যাওয়া।
ধান গাছের ওই আগা জুড়ে
বইবে সমান ঢেউ,
এই বসন্তে মিলব দুজন
জানবে না তা কেউ।
বৃষ্টি ধারার করুণ সূরে
ভাঙলে তোমার ঘুম,
বুঝে নিও এটাই প্রেমের
প্রকৃত মৌসুম।
আকাশ জুড়ে মেঘের করা
বজ্র কঠিন ধ্বনি,
আঁতকে উঠে এইনা বুকে
পাবে সুখের খনি।
যায় পাখীরা ডানা মেলে
সুদূর সীমান্তে,
মধুর মিলন হবেই হবে
এবার বসন্তে।
জমবে খাতির বেশ,
দুজন মিলে সুখের রাজ্যে
হব নিরুদ্দেশ।
বাগান ভরা সুগন্ধি ফুল
থাকবে সেথায় ফুটে,
সেই সুগন্ধে মাতাল ভ্রমর
নিত্য আসবে ছুটে।
ওই কোকিলের মিষ্টি সূরে
বইবে মৃদু হাওয়া,
সেইনা হাওয়ার ভেলায় চড়ে
তোমার আসা যাওয়া।
ধান গাছের ওই আগা জুড়ে
বইবে সমান ঢেউ,
এই বসন্তে মিলব দুজন
জানবে না তা কেউ।
বৃষ্টি ধারার করুণ সূরে
ভাঙলে তোমার ঘুম,
বুঝে নিও এটাই প্রেমের
প্রকৃত মৌসুম।
আকাশ জুড়ে মেঘের করা
বজ্র কঠিন ধ্বনি,
আঁতকে উঠে এইনা বুকে
পাবে সুখের খনি।
যায় পাখীরা ডানা মেলে
সুদূর সীমান্তে,
মধুর মিলন হবেই হবে
এবার বসন্তে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডা: সুদীপ্ত ৩১/০৮/২০১৮বেশ সুন্দর। শুভেচ্ছা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৮/২০১৮খুব ভালো। অনেক ভালোলাগা।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৮/২০১৮বেশ।