এই শহর
যান্ত্রিক নগরে প্রাণ আর টিকে না,
দূষিত বাতাসে নিঃশ্বাস ঢুকে না।
বিষাক্ত চারিদিক যাই যাই করে প্রাণ,
সুস্থ শহরে অসুস্থ লোক জন।
অসহ্য যানজট শব্দের দূষণে,
ঝুঁকি নেমে এসেছে সাধারণ জীবনে।
যন্ত্রের কালো ধোঁয়া বিষ ঢালে বাতাসে,
তবুও বাঁচে লোকে স্বপ্নের পরশে।
ভাঙা চোরা রাস্তায় চলা ফেরা বড় দায়,
জনতার ভিড়েতে মানিব্যাগ যে হারায়।
তার অভিশাপ নিয়ে জনমনে স্বস্তি,
ভেজালের সাথে এই নগরীর দোস্তি।
বিষ মাখা ফল মূল নিয়মিত খেতে হয়,
স্বপ্নের এ শহরে মানুষ আজ নিরুপায়।
রোগী মরে হা হুতাশে ওষুধের ভেজালে,
উঁচু শ্রেণী ভরে পেট জনতার আড়ালে।
সন্ত্রাস হানা দেয় ঘটা করে দুয়ারে,
তবু থাকি আশা নিয়ে প্রতারক এ শহরে।
কে জানে শান্তি আসবে কি কোনদিন?
নিরুপায় এ শহরে সুখ রবে অমলিন।
দূষিত বাতাসে নিঃশ্বাস ঢুকে না।
বিষাক্ত চারিদিক যাই যাই করে প্রাণ,
সুস্থ শহরে অসুস্থ লোক জন।
অসহ্য যানজট শব্দের দূষণে,
ঝুঁকি নেমে এসেছে সাধারণ জীবনে।
যন্ত্রের কালো ধোঁয়া বিষ ঢালে বাতাসে,
তবুও বাঁচে লোকে স্বপ্নের পরশে।
ভাঙা চোরা রাস্তায় চলা ফেরা বড় দায়,
জনতার ভিড়েতে মানিব্যাগ যে হারায়।
তার অভিশাপ নিয়ে জনমনে স্বস্তি,
ভেজালের সাথে এই নগরীর দোস্তি।
বিষ মাখা ফল মূল নিয়মিত খেতে হয়,
স্বপ্নের এ শহরে মানুষ আজ নিরুপায়।
রোগী মরে হা হুতাশে ওষুধের ভেজালে,
উঁচু শ্রেণী ভরে পেট জনতার আড়ালে।
সন্ত্রাস হানা দেয় ঘটা করে দুয়ারে,
তবু থাকি আশা নিয়ে প্রতারক এ শহরে।
কে জানে শান্তি আসবে কি কোনদিন?
নিরুপায় এ শহরে সুখ রবে অমলিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাগর আল হেলাল ২৩/০৫/২০১৮ভালো লাগলো।
-
মাহামুদুল হাসান ২২/০৫/২০১৮অ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৫/২০১৮মানুষ ভালো হলে সবই ঠিক হবে।