এ কেমন বর্ষবরণ।
নিরাপত্তার চাঁদরে মোড়ানো
ঐতিহ্যবাহী বর্ণিল উৎসব
ভীতসন্ত্রস্ত হৃদয় নিয়ে
মঙ্গল শোভাযাত্রা।
সময়ের গণ্ডিতে বাঁধা
আগত সনের আনন্দ উল্লাস
কর্মব্যস্ততার ঘানি টেনে
বছরের শেষ প্রান্তে এসে।
মুখরিত জমজমাট মেলার মাঝে
অতর্কিত আতংকের সাম্ভব্য ঘনঘটা
ঐতিহাসিক অতিপ্রাচীন বাংলার
উদযাপিত সামগ্রিক ঐতিহ্য।
তবে কি বিলীন হতে চলেছে
নাকি মিলিয়ে গেছে
সন্ত্রাসবাদের উগ্রথাবার
ভয়ংকর রোষানলে।
অভিনব কৌশলে বিনিময়
পরস্পরের শুভেচ্ছা
কাঙ্খিত আনন্দ বন্দী বেড়াজালে
দুর্বোধ্য এ কেমন বর্ষবরণ।
ঐতিহ্যবাহী বর্ণিল উৎসব
ভীতসন্ত্রস্ত হৃদয় নিয়ে
মঙ্গল শোভাযাত্রা।
সময়ের গণ্ডিতে বাঁধা
আগত সনের আনন্দ উল্লাস
কর্মব্যস্ততার ঘানি টেনে
বছরের শেষ প্রান্তে এসে।
মুখরিত জমজমাট মেলার মাঝে
অতর্কিত আতংকের সাম্ভব্য ঘনঘটা
ঐতিহাসিক অতিপ্রাচীন বাংলার
উদযাপিত সামগ্রিক ঐতিহ্য।
তবে কি বিলীন হতে চলেছে
নাকি মিলিয়ে গেছে
সন্ত্রাসবাদের উগ্রথাবার
ভয়ংকর রোষানলে।
অভিনব কৌশলে বিনিময়
পরস্পরের শুভেচ্ছা
কাঙ্খিত আনন্দ বন্দী বেড়াজালে
দুর্বোধ্য এ কেমন বর্ষবরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ১৪/০৪/২০১৮ভালো হয়েছে