দুর্ঘটনা
জীবনের যুদ্ধে ছুটে চলা দিনরাত
নিষ্ঠুর পৃথিবীর উপহার অপঘাত।
সাবধানে চলা তবু নিরাপদ কেন নয়?
সচেতন জনগন অনিয়ম তবু হয়!
নিরীহ যুবকের ঝরে গেল রক্ত
ভুগে ভুগে অবশেষে প্রাণ হল মুক্ত।
তোমাদের পাল্লাতে ঝুঁকিময় যার প্রাণ
প্রশ্ন তার মনে কবে হবে অবসান?
আজ যে মার কোল হয়ে গেল শূন্য
কোটি টাকা দিয়ে তাকে করে দিবে ধন্য?
পৃথিবীর সব ধন দুনিয়ার সব সুখ
ভরে দিতে পারবে না ঐ মার খালি বুক।
তোমাদের সমাজে আইনের ব্যবসা
সুনামের আড়ালে রটে যায় কুৎসা।
অধিকার হরণের অনিয়ম যুক্তি
মানবতা পাবে না কোনদিনও মুক্তি।
নিয়মের প্রতি যদি করে কেউ শ্রদ্ধা
মহাবীর তাকে বলি বলি তাকে যোদ্ধা।
বিবেকের শ্লোগানে মুখরিত চারিদিক
অনিয়ম করে যে আজ তারে দেই ধিক!
সরল ঐ তরুণের প্রানের বিনিময়
অন্ধ বিবেকে আলো যদি জেগে যায়।
তবুওতো যাবে কেঁদে রাজীবের পরিবার
তুমিওতো বের হবে রাস্তায় ছেড়ে ঘর।
নিষ্ঠুর পৃথিবীর উপহার অপঘাত।
সাবধানে চলা তবু নিরাপদ কেন নয়?
সচেতন জনগন অনিয়ম তবু হয়!
নিরীহ যুবকের ঝরে গেল রক্ত
ভুগে ভুগে অবশেষে প্রাণ হল মুক্ত।
তোমাদের পাল্লাতে ঝুঁকিময় যার প্রাণ
প্রশ্ন তার মনে কবে হবে অবসান?
আজ যে মার কোল হয়ে গেল শূন্য
কোটি টাকা দিয়ে তাকে করে দিবে ধন্য?
পৃথিবীর সব ধন দুনিয়ার সব সুখ
ভরে দিতে পারবে না ঐ মার খালি বুক।
তোমাদের সমাজে আইনের ব্যবসা
সুনামের আড়ালে রটে যায় কুৎসা।
অধিকার হরণের অনিয়ম যুক্তি
মানবতা পাবে না কোনদিনও মুক্তি।
নিয়মের প্রতি যদি করে কেউ শ্রদ্ধা
মহাবীর তাকে বলি বলি তাকে যোদ্ধা।
বিবেকের শ্লোগানে মুখরিত চারিদিক
অনিয়ম করে যে আজ তারে দেই ধিক!
সরল ঐ তরুণের প্রানের বিনিময়
অন্ধ বিবেকে আলো যদি জেগে যায়।
তবুওতো যাবে কেঁদে রাজীবের পরিবার
তুমিওতো বের হবে রাস্তায় ছেড়ে ঘর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ১৪/০৫/২০১৮ভালো হয়েছে । প্রথম অনুচ্ছেদ আরেকটু গোছানো যেত । তবে বক্তব্য পরিষ্কার । পুনরায় বলবো ভালো । এবার সেই বাজে কাজের পালা । শব্দটা ঝুঁকিময় হবে আর কবে অবসান এর পর " ? " বসবে ॥