দুর্দশায় রোহিঙ্গা
মানবতা খোঁজে না কার কোন গোত্র
দৈন্যতা বোঝে না স্থান কাল পাত্র।
আকাশের ছায়াতলে লাখো লোক করে বাস
দিন কাটে না খেয়ে ভাগ্যের পরিহাস।
রোগে শোকে মৃতপ্রায় শিশু দেয় জন্ম
পেটে নিয়ে কত বেলা জোটেনি তার অন্ন।
প্রিয় দেশ প্রিয় ঘর কোথা গেল নিমিষে
প্রিয় প্রাণ বাঁচাতে দেশ ছেঁড়ে বিদেশে।
সচেতন জনতার তর্কে ওঠে ঝড়
মানবতা মুখে মুখে মূল কাজে গড়বড়।
স্বার্থ উদ্ধারে লোভনীয় প্রচার
হারিয়েছে ওরা ক্ষুধা নিবারণের অধিকার।
যদিও নয় ওরা এ দেশের নাগরিক
তাই বলে পাবে কি শাস্তি অমানবিক?
মোট কথা মানুষ ওরা ওদের ও আছে প্রাণ
তুমি দুটো কম খেয়ে যদি তারে কর দান।
তবে তা মনবিক পর্যায়ে অমলিন
কেউ বেঁচে রবে না এ জগতে চিরদিন।
কেউ কি পেরেছে সাথে নিয়ে যেতে ধন
ইতিহাস হয়ে রবে দিয়েছ যে আবাসন।
তোমার ঐ ঘর জুড়ে ধনে মানে বরষা
অভাবের তাড়নায় মরে ওরা সহসা।
সবে মিলে যদি দাও তাকে তিল পরিমান
নিশ্চিত বেঁচে যাবে আধামরা লাখো প্রাণ।
দৈন্যতা বোঝে না স্থান কাল পাত্র।
আকাশের ছায়াতলে লাখো লোক করে বাস
দিন কাটে না খেয়ে ভাগ্যের পরিহাস।
রোগে শোকে মৃতপ্রায় শিশু দেয় জন্ম
পেটে নিয়ে কত বেলা জোটেনি তার অন্ন।
প্রিয় দেশ প্রিয় ঘর কোথা গেল নিমিষে
প্রিয় প্রাণ বাঁচাতে দেশ ছেঁড়ে বিদেশে।
সচেতন জনতার তর্কে ওঠে ঝড়
মানবতা মুখে মুখে মূল কাজে গড়বড়।
স্বার্থ উদ্ধারে লোভনীয় প্রচার
হারিয়েছে ওরা ক্ষুধা নিবারণের অধিকার।
যদিও নয় ওরা এ দেশের নাগরিক
তাই বলে পাবে কি শাস্তি অমানবিক?
মোট কথা মানুষ ওরা ওদের ও আছে প্রাণ
তুমি দুটো কম খেয়ে যদি তারে কর দান।
তবে তা মনবিক পর্যায়ে অমলিন
কেউ বেঁচে রবে না এ জগতে চিরদিন।
কেউ কি পেরেছে সাথে নিয়ে যেতে ধন
ইতিহাস হয়ে রবে দিয়েছ যে আবাসন।
তোমার ঐ ঘর জুড়ে ধনে মানে বরষা
অভাবের তাড়নায় মরে ওরা সহসা।
সবে মিলে যদি দাও তাকে তিল পরিমান
নিশ্চিত বেঁচে যাবে আধামরা লাখো প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসাদুজ্জামান খান ১৮/০৫/২০১৮সুন্দর বোধ।
-
মনিরুজ্জামান প্রমউখ ১৭/০৫/২০১৮মানবতা'র বোধায়ন। নির্বাকেও ভালো।।
-
আব্দুল হক ১৫/০৫/২০১৮বেশ সুন্দর,ধন্যবাদ!
-
তাহমিদ জামান ১৪/০৫/২০১৮প্রানের আকুতি।