দুঃখের সাথী
যদি তুমি আজ অবধি
না হয়ে থাকো কারো,
দুঃখের দিনের সঙ্গী হিসাবে
আমায় ভাবতে পারো।
ঘর বাধবার স্বপ্ন যদি
না দেখো কারো সাথে,
মেহেদি রাঙ্গা ও হাত তোমার
রাখতে পারো এ হাতে।
কর্মব্যস্ত দিনের শেষে
পেলে একটু সময়,
আপত্তি না থাকলে তুমি
ভাবতে পারো আমায়।
নীরব আঁধার গভীর রাতে
ঘুম যদি না আসে,
কল্পনাতে তুমি আমায়
ভাবতে পারো পাশে।
আকাশ যখন মেঘে ঢাকে
বৃষ্টি নামার আগে,
বারান্দাতে দাঁড়িয়ে দেখো
শীতল বাতাস লাগে।
এই শহরের ভীড়ের মাঝে
একলা মনে হলে,
সঙ্গ দিতে আছি পড়ে
নিও আমায় তুলে।
সুখের দিনের ব্যস্ততাতে
না পাও যদি সময়,
দুঃখের দিনের কষ্টের মাঝে
স্মরণ করো আমায়।
অপূর্ণতার কষ্ট যদি
জীবনে নেমে আসে,
পাহাড় সমান ব্যথার মাঝেও
পাবে আমায় পাশে।
কখনো তুমি মনে করোনা
নিরাপত্তার অভাব,
অনুরোধ শুধু গড়ে তোল
আমায় ভাবার স্বভাব।
জটিল ভবের কঠিন ব্যাথা
সইতে কষ্ট হলে,
সব বেদনার বোঝা দিও
আমার কাধে তুলে।
ব্যস্ত তোমার কাজের ফাঁকে
একটু আমায় ভেবো,
সুখ যদিও না দিতে পারি
দুঃখ ঘুচিয়ে দেব।
না হয়ে থাকো কারো,
দুঃখের দিনের সঙ্গী হিসাবে
আমায় ভাবতে পারো।
ঘর বাধবার স্বপ্ন যদি
না দেখো কারো সাথে,
মেহেদি রাঙ্গা ও হাত তোমার
রাখতে পারো এ হাতে।
কর্মব্যস্ত দিনের শেষে
পেলে একটু সময়,
আপত্তি না থাকলে তুমি
ভাবতে পারো আমায়।
নীরব আঁধার গভীর রাতে
ঘুম যদি না আসে,
কল্পনাতে তুমি আমায়
ভাবতে পারো পাশে।
আকাশ যখন মেঘে ঢাকে
বৃষ্টি নামার আগে,
বারান্দাতে দাঁড়িয়ে দেখো
শীতল বাতাস লাগে।
এই শহরের ভীড়ের মাঝে
একলা মনে হলে,
সঙ্গ দিতে আছি পড়ে
নিও আমায় তুলে।
সুখের দিনের ব্যস্ততাতে
না পাও যদি সময়,
দুঃখের দিনের কষ্টের মাঝে
স্মরণ করো আমায়।
অপূর্ণতার কষ্ট যদি
জীবনে নেমে আসে,
পাহাড় সমান ব্যথার মাঝেও
পাবে আমায় পাশে।
কখনো তুমি মনে করোনা
নিরাপত্তার অভাব,
অনুরোধ শুধু গড়ে তোল
আমায় ভাবার স্বভাব।
জটিল ভবের কঠিন ব্যাথা
সইতে কষ্ট হলে,
সব বেদনার বোঝা দিও
আমার কাধে তুলে।
ব্যস্ত তোমার কাজের ফাঁকে
একটু আমায় ভেবো,
সুখ যদিও না দিতে পারি
দুঃখ ঘুচিয়ে দেব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৯/০৪/২০১৮অসাধারণ বিরহের কাব্য
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৮/০৪/২০১৮বিরহ গাঁথা দারুণ এক কম্পোজিশন।।
সত্যিই আবেগ প্রবণ।।
ধন্যবাদ বন্ধু -
আব্দুল হক ২৭/০৪/২০১৮দেখতে বেশ ভালো লাগলো।